promotional_ad

মিরাজের ব্যাটিং তাণ্ডবে পাত্তাই পেল না মোসাদ্দেকের সিলেট

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন মেহেদী হাসান মিরাজ। বঙ্গবন্ধু বিপিএলে সিলেট থান্ডারের বিপক্ষে খেলতে নেমে ৩ ছক্কা এবং ৯ চারের সাহায্যে মাত্র ৬২ বলে অপরাজিত ৮৭ রানের ইনিংস খেলেন খুলনা টাইগার্সের এই ওপেনার।


মিরাজের এই ঝড়ো ইনিংসের সুবাদে সিলেটের দেয়া ১৫৮ রানের লক্ষ্য ১৩ বল হাত রেখে অনেকটা হেসে খেলেই টপকে যায় মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন খুলনা। মিরাজ ছাড়াও দারুণ ব্যাট করেছেন আরেক ওপেনার নাজমুল হাসান শান্ত। ৫ চারের সাহায্যে ৩১ বলে ৪১ রানের ইনিংস খেলেন তিনি। একই সঙ্গে মিরাজের সঙ্গে উদ্বোধনী জুটি গড়েন ১১৫ রানের।  


টুর্নামেন্টের ২৪তম এই ম্যাচে শুরুতে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান খুলনা দলপতি মুশফিক। এরপর খেলতে নেমে শহিদুল ইসলাম এবং মোহাম্মদ আমিরদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৭ রান করে মোসাদ্দেক হোসেন সৈকতের সিলেট থান্ডার।



promotional_ad

৪৪ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন ওপেনার রুবেল মিয়া। আরেক ওপেনার আন্দ্রে ফ্লেচারের ব্যাট থেকে আসে ২৪ বলে ৩৭ রান। ৪ ওভার বোলিং করে উইকেট শুন্য থাকলেও মাত্র ১৭ রান খরচ করেন খুলনার পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। আর শহিদুল ইসলাম ৪ ওভারে ২৬ রান খরচায় নেন ২ উইকেট। 


সিলেটের দেয়া মামুলি লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হয়ে খেলা শুরু করেন মিরাজ। হাফ সেঞ্চুরি তুলে নেয়ার পাশাপাশি শান্তর সঙ্গে ১১৫ রানের জুটি গড়ে দলকে জয়ের ভিত গড়ে দেন তিনি। 


ইনিংসের ১৩তম ওভারে বোলিংয়ে এসে শান্তকে নাঈম হাসান হাতে ক্যাচ বানিয়ে ব্রেক থ্রু এনে দেন সিলেটের পেসার এবাদত হোসেন। পরবর্তীতে রাইলি রুশোর সঙ্গে ৩৩ রানের জুটি গড়েন মিরাজ।


দলীয় ১৪৮ রানের মাথায় রুশোকে আউট করে এই জুটি ভাঙেন শিরফানে রাদারফোর্ড। পরবর্তীতে নতুন ক্রিজে নামা মুশফিককে সঙ্গে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মিরাজ।   



সংক্ষিপ্ত স্কোরঃ


সিলেট থান্ডারঃ ১৫৭/৪ (২০ ওভার) (ফ্লেচার ৩৭, রুবেল ৩৯; শহিদুল ২/২৬, আমির ০/১৭)


খুলনা টাইগার্সঃ ১৫৮/২ (১৭.৫ ওভার) (মিরাজ ৮৭*, শান্ত ৪১; এবাদত ১/২০, রাদারফোর্ড ১/৯) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball