রিভিউ নিয়ে ফ্লেচারকে ফেরাল খুলনা

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
সিলেট থান্ডারঃ ৬২/১ (৯ ওভার)
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকার দ্বিতীয় পর্বের খেলায় আজ (২৮ ডিসেম্বর) মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স এবং সিলেট থান্ডার। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনা টাইগার্স অধিনায়ক মুশফিকুর রহিম।

রিভিউ নিয়ে ফ্লেচারকে ফেরাল খুলনাঃ
শুরু থেকে ফ্লেচার আক্রমণাত্মক হলেও ব্যাট হাতে শুরু থেকেই নড়বড়ে ছিলেন রুবেল। রবি ফ্রাইলিঙ্কের বলে ব্যক্তিগত ৩৭ রানে মুশফিককে ক্যাচ দিয়ে ফেরেন ফ্লেচার। প্রথম আউট দেননি আম্পায়ার। মুশফিক রিভিউ নিলে দেখা যায় বল ব্যাটের কানায় লেগে তাঁর গ্লাভসে জমা হয়েছে।
শুরুতেই ফ্লেচারের তাণ্ডবঃ
টসে হেরে ব্যাটিংয়ে নেমে সিলেট থান্ডারকে উড়ন্ত সূচনা এনে দেন আন্দ্রে ফ্লেচার এবং রুবেল মিয়া। রবি ফ্রাইলিঙ্কের করা ইনিংসের দ্বিতীয় ওভার থেকে ফ্লেচার এবং রুবেল মিলে তুলে নেন ২১ রান। পাওয়ার প্লের ৬ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে ৪৩ রান।
খুলনা টাইগার্সঃ নাজিবউল্লাহ জাদরান, নাজমুল হোসেন শান্ত, রাইলি রুশো, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, রবি ফ্রাইলিঙ্ক, শামসুর রহমান শুভ, শহিদুল ইসলাম, মোহাম্মদ আমির, শফিউল ইসলাম ও তানভীর ইসলাম।
সিলেট থান্ডারঃ মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, শারফেন রাদারফোর্ড, রুবেল মিয়া, ক্রিসমার সান্টোকি, এবাদত হোসেন, নাঈম হাসান ও দেলোয়ার হোসেন।