অধিনায়কের বাহবা পেলেন সৌম্য

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
রাজশাহী রয়্যালসের বিপক্ষে ব্যাট হাতে অসাধারণ ছিলেন কুমিল্লা ওয়ারিয়র্সের বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। যদিও তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের পরও জিততে পারেনি দল। তবে অধিনায়ক ডেভিড মালানের প্রশংসা কুড়িয়েছেন সৌম্য।
শনিবার (২৮ ডিসেম্বর) ১৯১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় কুমিল্লা। পাওয়ার প্লেতে ২ উইকেট হারায় তারা, যেখানে গত ম্যাচে সেঞ্চুরি করা মালানও ছিলেন। বিশাল এই রান তাড়ায় ঝুঁকি নিয়ে পরের ব্যাটসম্যানদের জন্য ভিত গড়ে দিতে গিয়েই উইকেট হারিয়েছে তারা, জানান মালান।

পরবর্তীতে একাই লড়াই চালিয়ে গেছেন সৌম্য। ৪ বছর পর বিপিএলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। ৪৮ বলে ৮৮ রানের ইনিংসটি তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংস। সৌম্যর এমন ব্যাটিং পরের ম্যাচগুলোতে দলের কাজে আসবে বলে মনে করেন মালান।
ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কুমিল্লার অধিনায়ক বলেন, 'টি-টোয়েন্টিতে ১৬০ রানের লক্ষ্য হলে আপনি ধীরেসুস্থে এগোতে পারবেন। কিন্তু ১৮০-১৯০ রানের লক্ষ্যে আপনাকে শুরু থেকেই ঝুঁকি নিতে হবে।
যেন পরের ব্যাটসম্যানদের জন্য কাজটা সহজ হয়। কিন্তু আমরা এই ম্যাচে সেটা পারিনি। আজ সরকার (সৌম্য) যেভাবে খেলেছে, তা ছিল অসাধারণ। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে সে যদি এভাবে খেলতে পারে তাহলে আমাদের জন্য এটা সৌভাগ্যের হবে।'
বিপিএলে এখন পর্যন্ত ৭টি ম্যাচ খেলেছে কুমিল্লা। মাত্র ২টি ম্যাচে জয়ের দেখা পেয়েছে তারা। শনিবার রাজশাহীর বিপক্ষে ১৫ রানে হেরে টুর্নামেন্টে প্লে অফের পথ কঠিন করে ফেলেছে কুমিল্লা।