বিপিএলকে এগিয়ে রাখলেন সিকান্দার রাজা

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ের সাবেক অলরাউন্ডার সিকান্দার রাজার কাছে বিশ্বের অন্যান্য ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের চেয়ে এগিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিনোদনের দিকে বাংলাদেশের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টকে সবচেয়ে বেশি মনে ধরেছে রাজার।
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি এমজানসি লিগ, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ, পাকিস্তান সুপার লিগও (পিএসএল) খেলেছেন রাজা। বিশ্বের এতো টুর্নামেন্টের মাঝে পিএসএল এবং বিপিএলই বেশি আনন্দায়ক মনে হয়েছে রাজার কাছে।

প্রশ্ন-উত্তরের একটি ভিডিওতে রাজা বলেন, 'যেহেতু আমি আইপিএল খেলিনি, তাই টুর্নামেন্ট নিয়ে কিছু বলতে চাই না। আমার কাছে মনে হয় পিএসএল এবং বিপিএল বেশি জমকালো টি-টোয়েন্টি টুর্নামেন্ট।'
২০১৭ সালে বিপিএলে প্রথমবারের মতো খেলেন জিম্বাবুয়ের এই ক্রিকেটার। সেবার চিটাগং ভাইকিংস এই অলরাউন্ডারকে দলে ভেড়ায়। ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন তিনি।
সেবার ১১ ম্যাচের ১০টিতে ব্যাটিং করেছেন ডানহাতি রাজা। ৩৯.৭১ গড় এবং ১৫৩.৫৯ স্ট্রাইক রেটে ২৭৮ রান করেন তিনি। বল হাতে ৭.০৪ ইকোনমিতে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।
বিপিএলের গত আসরেও ভাইকিংসের হয়ে খেলেন সিকান্দার রাজা। খুব একটা ভালো টুর্নামেন্ট কাটেনি তাঁর। ৮ ম্যাচ খেলা রাজা মাত্র ৮৮ রান করেন। উইকেট পেয়েছিলেন মাত্র একটি।
চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। বর্তমানে সঙ্গীতের সঙ্গে জড়িত হয়েছেন জিম্বাবুয়ের সাবেক এই অলরাউন্ডার।