শহিদুল-তানভীরের তাণ্ডবে চতুর্থ জয় পেল খুলনা

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
শহিদুল ইসলাম এবং তানভীর ইসলামের তাণ্ডবে খুলনা টাইগার্সের করা ১৮২ রানের জবাবে ১৩০ রানে থেমেছে রংপুর রেঞ্জার্সের ইনিংস। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে এই ??ান করে শেন ওয়াটসনের দল।
বড় লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৫ রানেই সাজঘরে ফেরেন ওপেনার ও অধিনায়ক শেন ওয়াটসন (৫)। তিনি রবি ফ্রাইলিঙ্কের বলে ক্যাচ দিয়েছেন মেহেদী হাসান মিরাজের হাতে।
এরপর ২০ রান করা মোহাম্মদ নাঈমকে নিজের ক্যাচেই ফিরিয়েছেন মোহাম্মদ আমির। ফলে পাওয়ার প্লের ৬ ওভার শেষে দলটির সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৩৮। মিডল অর্ডার ব্যাটসম্যানরাও নামের প্রতি সুবিচার করতে পারেননি।
ক্যামেরন ডেলপোর্ট আউট হয়েছেন ৯ রান করে। ফজলে রাব্বির ব্যাট থেকে এসেছে মাত্র ৪ রান। লুইস গ্রেগরি কিছুটা ধরে খেললেও ৩৪ রানের বেশি করতে পারেননি তিনি।
মোহাম্মদ নবির ব্যাট থেকে এসেছে মাত্র ৭ রান। এরপর জহুরুল ইসলাম ১ রান করে ফিরলে জয়ের আশা নিভে যায় রংপুরের। লড়াই করেও শেষ পর্যন্ত ১৬ রান করে ফিরেছেন সাদমান ইসলাম।
এর মধ্যে শুধু গ্রেগরিকে ফিরিয়েছেন তানভীর ইসলাম। বাকি চার উইকেটই নিয়েছেন খুলনার ডানহাতি পেসার শহিদুল ইসলাম। মূলত তাঁর আগ্রাসী বোলিংয়েই অনেকটাই হার নিশ্চিত হয়ে যায় রংপুরের।

শেষ দিকে মুকিদুল ইসলাম মুগ্ধকে ০ রানে আউট করেন তানভীর। মুস্তাফিজুর রহমান ১১ বলে ২১ এবং সঞ্জিত ৫ রান করে অপরাজিত থাকলেও রংপুরকে জেতাতে ব্যর্থ হন। এই হারের ফলে বঙ্গবন্ধু বিপিএল থেকে অনেকটাই ছিটকে গেছে রংপুর।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল খুলনা। ওপেনিংয়ে নেমে খুলনাকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্ত।
দুজনে ইনিংসের প্রথম ওভার থেকে তোলান ১৮ রান। এরপর নিজের প্রথম ওভারের পঞ্চম বলেই ১২ রান করা মিরাজকে উইকেটরক্ষক জহু্রুল ইসলামের ক্যাচ বানিয়ে আউট করেন মুস্তাফিজুর রহমান।
এর ঠিক পরের বলেই রাইলি রুশোকে শূন্য রানে ক্যাচ বানান শেন ওয়াটসনের। বেশিক্ষণ টিকতে পারেননি শামসুর রহমান শুভ। লুইস গ্রেগরির উপর চড়াও হতে গিয়ে ব্যক্তিগত ১৩ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান।
টপ অর্ডারের তিন ব্যাটসম্যান দ্রুত ফিরলেও শান্তকে নিয়ে রান বাড়াতে থাকেন মুশফিকুর রহিম। শুরুতে ধীরে শুরু করলেও উইকেটে থিতু হয়েই হাত খুলে খেলা শুরু করেন তিনি।
শান্ত ৩০ রান করে মোহাম্মদ নবির শিকার হলে এই জুটি ভাঙে। এরপর নাজিবউল্লাহ জাদরানকে নিয়ে মাত্র ৪১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন মুশফিক। ঝড়ো ব্যাটিং করে খুলনাকে দেড়শো পেরুনো সংগ্রহ এনে দিয়ে শেষ দিকে নাজিবউল্লাহ ফেরেন ২৬ বলে ৪১ রান করে।
এরপর দ্রুতই বেশ কয়েকটি উইকেট হারালে খুলনার সংগ্রহ আর বেশি বড় হতে পারেনি। মুশফিক আউট হন ৫৯ রানের ইনিংস খেলে মুস্তাফিজের বলে মুগ্ধর হাতে ক্যাচ দিয়ে।
আর ৩ রান করা ফ্রাইলিঙ্ক হয়েছেন রান আউট। শেষ পর্যন্ত শহিদুল ইসলাম ০ এবং মোহাম্মদ আমির ১ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
খুলনা টাইগার্সঃ ১৮২/৭ (২০ ওভার) (মুশফিক ৫৯, নাজিবউল্লাহ ৪১, শান্ত ৩০; গ্রেগরি ২/৩৬, মুস্তাফিজ ৩/২৮)
রংপুর রেঞ্জার্সঃ ১৩০/৯ (২০ ওভার) (নাঈম ২০, গ্রেগরি ৩৪, সাদমান ১৬, মুস্তাফিজ ২১*; শহিদুল ৪/২৩; তানভীর ২/২৯)