promotional_ad

মূল্যহীন উইকেট কাজে লাগিয়েছে ঢাকা

ছবি- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে সোমবার (২৩ ডিসেম্বর) দুর্দান্ত ব্যাটিং করেছেন মেহেদী হাসান। সচরাচর নিচের দিকে ব্যাটিং করা এই ব্যাটসম্যানকে তিনে নামিয়ে সফল হয়েছে ঢাকা। উপরে ব্যাটিং করার কারণ হিসেবে মেহেদী জানিয়েছেন, তাঁর উইকেটটি খুব বেশি গুরুত্বপূর্ণ না হওয়ায় তাঁকে পাওয়ার প্লেতে নামিয়েছে দল।


এ ছাড়া দুর্দান্ত বোলিং করা আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমানকে থামাতে মেহেদীকে উপরে নামনো হয়। সুযোগটি ভালোভাবে কাজ লাগিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ২৯ বলে ৫৯ রানের ইনিংস খেলে দলের জয়ে অবদান বড় ভূমিকা পালন করেছেন তিনি।


ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেহেদী বলেন, 'কারণ আমি আগেও বলেছি। মুজিব ছিল তো, মুজিবকে খেলা একটু মুশকিল। আমার উইকেট ছিল মূল্যহীন। এজন্য মুজিবকে খেলতে আমাকে পাঠিয়েছে। আমি অফ স্পিনার পেয়ে গেছি, সুযোগ নিয়েছি আর আমি সফল হয়ে গেছি।'


promotional_ad

নিজের ইনিংসে ৭টি ছক্কা এবং ২টি চার মেরেছেন মেহেদী। প্রতিপক্ষের বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন তিনি। স্বভাবগতভাবেই এমন ব্যাটিং করে থাকেন তিনি, জানিয়েছেন মেহেদী।


ঘরোয়া ক্রিকেটের প্রথম শ্রেণির টুর্নামেন্টেও মারকুটে ভূমিকা পালন করেন তিনি। তবে উপযুক্ত ব্যাটিং পজিশনের ওভাবে ভালো ইনিংস উপহার দিতে পারেন না বলে জানান ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।


তিনি বলেন, 'না না, এটা আমার জন্মগতই। আমি খেললে এরকমই খেলি। আমার প্রথম শ্রেণির ম্যাচ দেখেন। ঘরোয়া ম্যাচ দেখেন, আমি খুব মারতে পারি, বিপিএল একটু ভিন্নরকম জায়গা। এই জায়গায় সুযোগ আমি ওভাবে পাই না সত্যি বলতে। আমি সবসময় একই জায়গায় ব্যাটিং করতে পারি না।'


'কখনো ১০ নম্বর, কখনো ৯ নম্বর, সেই ক্ষেত্রে শেষের দিকে আমার জন্য খুব কঠিন। তখন ডেথ বোলাররা থাকে তারা ইয়র্কার করে, বাউন্সার করে।সে সময় আমার জন্য একটু কঠিন হয়ে যায়। নতুন বলের জন্য আমি ঠিক আছি। পাওয়ার প্লে ব্যবহার করতে পারি, কোচেরও সেই পরিকল্পনাটা ছিল আরকি।' যোগ করেন তিনি।


মেহেদীর টি-টোয়েন্টি ক্যারিয়ারের অভিষেক হাফ সেঞ্চুরির ম্যাচ ৫ উইকেটে জিতেছে ঢাকা প্লাটুন। টুর্নামেন্টে পাঁচ ম্যাচ খেলা ঢাকার এটি তৃতীয় জয়। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball