বিপিএলের মাঝেও সাদমানের মাথায় টেস্ট ভাবনা

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দেরিতে দল পেয়েছেন সাদমান ইসলাম। বাংলাদেশ দলের এই ওপেনার অবশ্য টি-টোয়েন্টি থেকে টেস্ট ক্রিকেটকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। যদিও সুযোগ পেলে টি-টোয়েন্টি ক্রিকেটেও নিজের সামর্থ্যের কথা জানান দিতে চান সাদমান।
সোমবার মিডিয়ার সামনে রংপুর রেঞ্জার্সের এই ওপেনার বলেন, 'সংক্ষিপ্ত ফরম্যাটে অনুশীলন অন্যরকম। এতদিন তো লাল বলে অনুশীলন করেছি। চেষ্টা করছি সংক্ষিপ্ত ফরম্যাটে আসার। কিছু অনুশীলন করে সংক্ষিপ্ত ফরম্যাটে যদি খেলা হয় তাহলে অবশ্যই নিজেকে প্রমাণ করার চেষ্টা করব আরও ভালো মতো।

লাল বলেও অনুশীলন চালিয়ে যাবো। আমার সামনে টেস্ট খেলা আছে, যেন ভালো করতে পারি। এখন আমার চিন্তা অবশ্যই টেস্ট ক্রিকেট নিয়ে। টেস্ট নিয়েই আমি বেশি মনোযোগ দিচ্ছি।'
দেশের হয়ে এখন পর্যন্ত ছয়টি টেস্ট খেলেছেন সাদমান। ২৫ গড়ে রান করেছেন ২৭৫। শেষবারের ভারত সফর অবশ্য ভালো যায়নি ২৪ বছর বয়সী এই বাঁহাতি ওপেনারের। দুই টেস্টে রান করেন ৬, ৬ এবং ২৯,০।
ভারত সফরে নিজের এবং দলের দুর্বল অবস্থানের ব্যাখ্যা দিয়ে সাদমান আরও বলেন, 'ঐ পরিমাণ টেস্ট খেলা হয় না আমাদের। এই বছর (২০২০) আমাদের সামনে অনেক টেস্ট আছে। আমরা যদি সবগুলো ম্যাচ খেলতে পারি তাহলে ভালো হবে।
ভারতের সাথে হয়তো আমরা ভালো করতে পারিনি। পাকিস্তানের সাথে ফিরে আসার চেষ্টা করব আমরা। সামনে সব টেস্ট যদি ভালোমতো খেলতে পারি আমরা, তাহলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে।'