শুরুতেই হোঁচট খেল মাশরাফির ঢাকা

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
কুমিল্লা ওয়ারিয়র্সঃ ২০ ওভারে (রাজাপাকশে ৯৬* ইয়াসির ৩০*; মেহেদী ২/৯, সাদাব ১/৩২)।

ঢাকা প্লাটুনঃ ১/১, ওভার- ১
তামিম ১*, মেহেদী ০*; রবিউল ১/১
শুরুতেই ধাক্কাঃ কুমিল্লা ওয়ারিয়র্সের দেয়া ১৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেল ঢাকা প্লাটুন। ইনিংসের প্রথম ওভারেই স্পিনার রবিউল ইসলামের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ঢাকার উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়।
২ বলে ০ রানে ফিরেছেন বিজয়। রবিউল ১ রানে ১ উইকেট নিয়ে প্রথম ওভার শেষ করেছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছেন মেহেদী হাসান। আরেক প্রান্তে রয়েছেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল।