রাজাপাকশের হাফ সেঞ্চুরিতে কুমিল্লার লড়াকু পুঁজি

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) ঢাকা প্লাটুনের বিপক্ষে দ্বিতীয় দেখায় আগে ব্যাটিং করে লড়াই করার পুঁজি দাঁড় করিয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স। ভানুকা রাজাপাকশের দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে ঢাকা প্লাটুনকে ১৬১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে দলটি।
সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় টস যেতে ঢাকা প্লাটুন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান তিনি। উইকেটের সুবিধা নিয়ে স্বল্প রানে কুমিল্লাকে আটকে রাখার পরিকল্পনা করে ঢাকা।
পরিকল্পনা ভালোই কাজে লেগেছিল দলটির। ইনিংসের দ্বিতীয় ওভারেই বাঁহাতি ওপেনার সৌম্য সরকারকে ১০ রানে বোল্ড করে ফেরান তরুণ স্পিনার মেহেদী হাসান। এরপর নিজের দ্বিতীয় ওভারে এসে তিনে নামা সাব্বির রহমানকে ০ রানে আউট করেন তিনি।

৩৩ রানে ২ উইকেট হারানো কুমিল্লার হাল ধরার চেষ্টা চালান ওপেনার রাজাপাকশে এবং ডেভিড মালান। কিন্তু বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি তিনি। ১৭ বলে ৯ রান করে সাদাব খানের বলে আউট হন তিনি। এক প্রান্ত আগলে রেখে ৪১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন রাজাপাকশে। ২০ রানে ওয়াহাব রিয়াজের নো বলে জীবন পেয়েছিলেন লঙ্কান বাঁহাতি এই ব্যাটসম্যান।
মালানের বিদায়ের পর রাজাপাকশেকে সঙ্গ দেন ইয়াসির আলী চৌধুরী। দুইজনে ১০৩ রানের জুটি গড়ে দলকে ১৬০ রানের পুঁজি এনে দেন। রাজাপাকশে ৬৪ বলে ৯৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। ইয়াসির আলী ২৭ বলে ৩০ রানে অপরাজিত ছিলেন।
ঢাকার হয়ে দুর্দান্ত বোলিং করে ২ উইকেট তুলে নেন মেহেদী। চার ওভার বল করে মাত্র ৯ রান দিয়েছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোরঃ
কুমিল্লা ওয়ারিয়র্সঃ ২০ ওভারে ১৬০/৩ (রাজাপাকশে ৯৬* ইয়াসির ৩০*; মেহেদী ২/৯, সাদাব ১/৩২)।