ফক্স স্পোর্টসের দশক সেরা একাদশে মুশফিক

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট ক্রিকেটে গত ১০ বছরে দুর্দান্ত পারফর্ম করা ক্রিকেটারদের নিয়ে সেরা একাদশ তৈরি করেছে অস্ট্রেলিয়ার জনপ্রিয় টিভি চ্যানেল ফক্স স্পোর্টস। এই একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের।
একাদশে অস্ট্রেলিয়ার ২ জন, দক্ষিণ আফ্রিকার ৩ জন, ভারতের ২ জন, ইংল্যান্ডের ২ জন এবং শ্রীলঙ্কার ১ জন ক্রিকেটারকে রেখেছে তারা। নিউজিল্যান্ডের কোনো ক্রিকেটারকে এই একাদশে রাখেনি ফক্স স্পোর্টস। উপমহাদেশের ক্রিকেটারদের মধ্যে মুশফিক ছাড়া কুমার সাঙ্গাকারা, বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিনকে একাদশে রেখেছে তারা।
২০১০ থেকে ২০১৯ পর্যন্ত ৫৩ টেস্ট খেলেছেন মুশফিক। যেখানে ৩৮.৮০ গড়ে ৬ সেঞ্চুরি এবং ১৭ হাফ সেঞ্চুরিসহ ৩ হাজার ৫৩১ রান করেছেন তিনি।

ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার অ্যালিস্টার কুক রয়েছেন এই এই একাদশে। এই এক দশকের সেরা রান সংগ্রাহক বাঁহাতি এই ব্যাটসম্যান। ২০১৮ সালে অবসর নেয়া ইংলিশ এই তারকা গত এক দশকে ১১১ টেস্ট খেলেছেন। ৪৬.৪১ গড়ে ২৩ সেঞ্চুরি এবং ৩৭ হাফ সেঞ্চুরিসহ ৮ হাজার ৮১৮ রান করেন তিনি।
অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার রয়েছেন এই একাদশে। এই সময়ে ৮২ টেস্ট খেলেছেন ওয়ার্নার, যেখানে ৪৮.৩৩ গড়ে ২৩ সেঞ্চুরি এবং ৩০ হাফ সেঞ্চুরিতে ৭ হাজার ৯ রয়েছে তাঁর নামের পাশে।
একাদশে থাকা লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা অবসর নেন ২০১৫ সালে। ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত ৪৬ টেস্টে ১৭ সেঞ্চুরি এবং ২০ হাফ সেঞ্চুরিতে ৪ হাজার ৮৫১ রান করেন তিনি। আরেক অজি তারকা স্টিভেন স্মিথ ৭১ টেস্টে ২৬ সেঞ্চুরি এবং ২৭ হাফ সেঞ্চুরিতে ৭ হাজার ৭২ রান করেন তিনি।
ভারতীয় অধিনায়ক কোহলিও রয়েছেন এই একাদশে। ২০১১ সালে টেস্ট অভিষেক হওয়া বিশ্বের অন্যতম এই ব্যাটসম্যান এই সময়ে ৮৪ টেস্ট খেলে ৫৭.৮১ গড়ে করেছেন ৭ হাজার ২০২ রান। যেখানে ২৭ সেঞ্চুরি এবং ২২ হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সকে একাদশে রেখেছে ফক্স স্পোর্টস। ২০১৮ সালে অবসর নেয়া এই তারকা ৬০ টেস্ট খেলে ১৩ সেঞ্চুরি এবং ২৭ হাফ সেঞ্চুরিতে ৫ হাজার ৫৯ রান করেন।
বোলিং বিভাগে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে রেখেছে ফক্স স্পোর্টস। ২০১১ সালে অভিষেক হওয়া এই ক্রিকেটার ৭০ টেস্ট খেলে ২৫.৩৬ গড়ে ৩৬২ উইকেট নিয়েছেন। পেস বোলিং আক্রমণে দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন, কাগিসো রাবাদা এবং ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনকে রাখা হয়েছে।
গত এক দশকে ১০৫ টেস্টে ২৪.১৯ গড়ে ৪২৭ উইকেট নিয়েছেন তিনি। এই সময়ের সর্বোচ্চ উইকেটশিকারি দানহাতি এই পেসার। ২০১৯ সালে অবসর নেয়া স্টেইন ৫৯ টেস্ট খেলে ২২.২৯ গড়ে ২৬৭ উইকেট নিয়েছেন। ২০১৫ সালে টেস্ট অভিষেক হওয়া প্রোটিয়া পেসার রাবাদা এখন পর্যন্ত ৪০ টেস্টে ২২.৫০ গড়ে ১৮৩ উইকেট নামের পাশে যোগ করেছেন।
ফক্স স্পোর্টস একাদশঃ অ্যালিস্টার কুক, ডেভিড ওয়ার্নার, কুমার সাঙ্গাকারা, স্টিভেন স্মিথ, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, মুশফিকুর রহিম, রবিচন্দ্রন অশ্বিন, ডেল স্টেইন, জেমস অ্যান্ডারসন, কাগিসো রাবাদা।