promotional_ad

ব্যাটসম্যানদের নৈপুণ্যে সিরিজ জিতল ভারত

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওয়েস্ট ইন্ডিজে দেয়া ৩১৬ রানের বিশাল লক্ষ্য স্বাচ্ছন্দ্যে পেরিয়ে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। বিরাট কোহলি, রোহিত শর্মা এবং লোকেশ রাহুলের হাফ সেঞ্চুরির পর শেষ দিকে শার্দুল ঠাকুরের ক্যামিওতে ক্যারিবীয়দের ৪ উইকেটে হারিয়েছে ভারত।


বড় লক্ষ্যের জবাবে ব্যাটিংয়ে নেমে রোহিত এবং রাহুল ওপেনিং জুটিতে গড়েন ১২২ রানের জুটি। রোহিত ৬৩ রান করে ফিরলে এই জুটি ভাঙে। রাহুল আউট হয়েছেন ৭৭ রান করে। 


এরপর ভারতের মিডল অর্ডারের তিন ব্যাটসম্যান শ্রেয়াশ আইয়ার (৭), ঋষভ পান্ত এবং কেদার যাদব (৯) ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। একপ্রান্ত আগলে রেখে অধিনায়ক কোহলি ফিরেছেন ৮৫ রানের ইনিংস খেলে।



promotional_ad

শেষ দিকে নেমে মাত্র ৬ বলে ১৭ রানের ইনিংস খেলে ভারতকে জিতিয়েছেন শার্দুল ঠাকুর। রবীন্দ্র জাদেজা অপরাজিত ছিলেন ৩১ বলে ৩৯ রান করে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি উইকেট নিয়েছেন কিমো পল। ১টি করে উইকেট নিয়েছেন শেলডন কটরেল, জেসন হোল্ডার এবং আলজারি জোসেফ।


এর আগে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারতের অধিনায়ক কোহলি। ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ক্যারিবিয়ান ওপেনার এভিন লুইস ও শাই হোপ।


দুজনের ওপেনিং জুটিতে যোগ করেন ৫৭ রান। রবীন্দ্র জাদেজাকে উড়িয়ে মারতে গিয়ে নবদীপ সাইনির হাতে ক্যাচ দিয়ে আউট হন লুইস (২১)। দলীয় ৭০ রানে হোপকে (৪২) বোল্ড করে ফেরান মোহম্মদ শামি।


এরপর সাইনির শিকার হয়ে ফেরেন শিমরন হেটমায়ার (৩৭)। দুরন্ত ইয়র্কারে চেজকেও (৩৮) বোল্ড করেন সাইনি। শেষদিকে নেমে কাইরন পোলার্ড এবং নিকোলাস পুরান ভারতীয় বোলারদের উপর ঝড় তোলেন।



পোলার্ড ৭৪ রানে অপরাজিত থাকলেও অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন পুরান। তিনি ৮৯ রান করে ফিরেছেন শার্দুলের বলে জাদেজাকে ক্যাচ দিয়ে। হোল্ডার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৭ রান করে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball