ফার্নান্দোর সেঞ্চুরির পরও হারের শঙ্কায় শ্রীলঙ্কা

ছবি: ছবিঃ পিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
করাচি টেস্টে রান উৎসবে মেতেছেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। আগের দিন দুই ওপেনার শান মাসুদ ও আবিদ আলী সেঞ্চুরি তুলে নিয়েছেন। আর করাচি টেস্টের চতুর্থ দিনে সেঞ্চুরি তুলে নিয়েছেন পরের দুই ব্যাটসম্যান আজহার আলী ও বাবর আজম।
চার সেঞ্চুরিতে ভর করে দ্বিতীয় ইনিংসে মাত্র ৩ উইকেট হারিয়ে ৫৫৫ রানের পাহাড় গড়েছে পাকিস্তান। জয়ের জন্য শ্রীলঙ্কার সামনে ৪৭৬ রানের পাহাড় সমান লক্ষ্য দাঁড়িয়েছে।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্বস্তিতে নেই শ্রীলঙ্কা। তাঁরা ৭ উইকেট হারিয়ে ২১২ রান করে চতুর্থ দিন শেষ করেছে। পাকিস্তানের চেয়ে তাঁরা এখনও পিছিয়ে রয়েছে ২০৪ রানে।

শ্রীলঙ্কার ভরসা হয়ে এখনও টিকে আছেন অসাদা ফার্নান্দো। তিনি অপরাজিত আছেন ১০২ রান করে। বড় লক্ষ্যের জবাবে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। তাঁরা দলীয় ৩৯ রানেই হারায় অধিনায়ক দিমুথ করুনারত্নের (১৬) উইকেট।
এরপর কোনো রান যোগ না করেই ফিরেছেন কুশাল মেন্ডিস। অ্যাঞ্জেলো ম্যাথুস আউট হয়েছেন ১৯ রান করে। দীনেশ চান্দিমাল (২) এবং ধনঞ্জয়া ডি সিলভাও (০) ব্যর্থ হয়েছেন।
ষষ্ঠ উইকেট জুটিতে ফার্নান্দো এবং নিরোশান ডিকওয়েলা যোগ করেছেন ১০৫ রান। ডিকওয়েলা ৬৫ রান করে ফিরলে এই জুটি ভাঙে। দিনের শেষ বেলায় দিলরুয়ান পেরেরা ৫ রান করে ফিরলে হারের শঙ্কায় পড়ে দিন শেষ করেছে সফরকারীরা।
পাকিস্তানের হয়ে একাই ৩টি উইকেট নিয়েছেন নাসিম শাহ। ১টি করে উইকেট নিয়েছেন শাহীন আফ্রিদি, মোহাম্মদ আব্বাস, ইয়াসির শাহ এবং হারিস সোহেল।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংস ২৭১ রান করে অল আউট হয়। ৮০ রানের লিড পেয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে রানের পাহাড় গড়েছে পাকিস্তান।