promotional_ad

করাচি টেস্টের লাগাম পাকিস্তানের হাতে

ছবিঃ পিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রথম টেস্টের মতো ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরি করেছেন পাকিস্তানের ওপেনার আবিদ আলী। এই সেঞ্চুরিতেই ইতিহাসে নাম লিখিয়েছেন তিনি। আবিদের আগে মাত্র ৮ জন ব্যাটসম্যান ক্যারিয়ারের প্রথম দুই টেটেই সেঞ্চুরি করেছেন। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন আবিদ। বৃষ্টি বিঘ্নিত রাওয়ালপিন্ডি টেস্টে সেঞ্চুরি করেছিলেন এই  ডানহাতি ব্যাটসম্যান।


আবিদের সঙ্গে সেঞ্চুরির দেখা পেয়েছেন শান মাসুদও। দুই সেঞ্চুরি ভর করে করাচি টেস্টের লাগাম এখন পাকিস্তানের হাতে। প্রথম ইনিংস শেষে অনেকটাই এগিয়ে ছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে দারুণ খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছে স্বাগতিকরা।



promotional_ad

কয়াচি টেস্টের তৃতীয় দিনে বিনা উইকেটে ৫৭ রানের সংগ্রহ নিয়ে মাঠে নামে পাকিস্তান। অপরাজিত থাকা দুই ওপেনারই লঙ্কান বোলারদের তুলোধোনা করেছেন। দুজনে ওপেনিং জুটিতে যোগ করেছেন ২৭৮ রান।


দুই ওপেনার আবিদ এবং শান সেঞ্চুরি তুলে নিয়েছেন। ১৯৮ বলে ১৩৫ রানের ইনিংস খেলে লাহিরু কুমারাকে পুল করতে গিয়ে অসাদা ফার্নান্দোর হাতে ক্যাচ দিয়ে আউট হন শান। আবিদ ২৮১ বলে ১৭৪ রানের ইনিংস খেলে কুমারার দ্বিতীয় শিকার হয়েছেন এলবিডব্লিউ হয়ে।


এরপর আর উইকেট পতন হতে দেননি দুই টপ অর্ডার ব্যাটসম্যান আজহার আলী এবং বাবর আজম। পাকিস্তানি অধিনায়ক আজহার ৫৭ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। বাবর অপরাজিত আছেন ২২ রান করে। পাকিস্তান দিন শেষ করেছে ২ উইকেটে ৩৯৫ রান করে।



এর আগে নিজেদের প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংস ২৭১ রান করে অল আউট হয়। ৮০ রানের লিড পেয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে রানের পাহাড় গড়ছে পাকিস্তান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball