promotional_ad

৩৬০ ডিগ্রী থেকে শূন্যতে নামতে সময় লাগে নাঃ মুশফিক

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


গত মঙ্গলবার রাজশাহী রয়্যালসের বিপক্ষে চোখ ধাঁধানো ইনিংস খেলেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম। এমন ব্যাটিং দেখে দলের কোচ জেমস ফস্টার মুশফিককে ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যানের উপাধি দিয়ে দেন। কিন্তু এই তকমা নিতে চান না অভিজ্ঞ ডানহাতি এই ব্যাটসম্যান। তাঁর মতে, কয়েক ম্যাচের ব্যবধানেই ৩৬০ ডিগ্রি থেকে শূন্য ডিগ্রিতে নেমে যেতে পারেন যে কেউ।


রাজশাহীর দেয়া ১৯০ রানের বড় লক্ষ্যে ৫১ বলে ৯৬ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন মুশফিক। ৯ টি চার এবং ৪টি ছক্কায় ইনিংসটি সাজান তিনি। কিন্ত শনিবার সিলেট থান্ডারের বিপক্ষে ২৩৩ রানের লক্ষ্যে ১২ রান করেই থামেন মুশফিক।


promotional_ad

এমন কয়েকটি ম্যাচ খারাপ খেললে যে কোনো ব্যাটসম্যান ৩৬০ ডিগ্রি থেকে শূন্য ডিগ্রিতে নেমে আসবে বলে মনে করেন বাংলাদেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। নিজেকে ওই ধরনের ব্যাটসম্যানও মনে করেন না মুশফিক।


তিনি বলেন, ‘ভাই, দুই ম্যাচও লাগে না ৩৬০ ডিগ্রী থেকে শূন্য ডিগ্রীতে নেমে আসতে। নিজেকে ওই রকম প্লেয়ারও মনে করি না। সব সময় মনে করি আমার খেলা দিনকে দিন যতটুকু উন্নতি করা যায়।’


মূলত উইকেটের কারণেই এভাবে মাঠের সবদিকে খেলা সম্ভব বলে মনে করেন মুশফিক। ব্যাটিং সহায়ক উইকেটে ঝুঁকি নিয়ে ব্যাটিং করার কারণেই ভালো একটা ইনিংস খেলা সম্ভব হয়েছে বলে বিশ্বাস তাঁর। 


শনিবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘উইকেট এতো ভালো। আমার কাছে মনে হয়, আপনি যদি একটু স্বাধীনভাবে খেলতে থাকেন তাহলে চারপাশে খেলা সম্ভব। ঝুঁকি নেয়া যায় এসব উইকেটে। কৃতিত্ব তাদের দেয়া উচিত। আমি ধারাবাহিক খেলার চেষ্টা করেছি। চাইব পরের ম্যাচে সেটা ফিরে আসুক।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball