promotional_ad

সিলেট ও রংপুর এখন ভয়ঙ্কর দলঃ মুশফিক

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) হারের বৃত্তে বন্দী ছিল সিলেট থান্ডার। টানা চার ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তালনিতে ছিল দলটি। শনিবার (২১ ডিসেম্বর) খুলনা টাইগার্সের বিপক্ষে হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার সম্ভাবনা ছিল সিলেটের। এমন ম্যাচে এসে ব্যাটে-বলে জ্বলে উঠেছে মোসাদ্দেক হোসেনের দল। সিলেটের এমন পারফরম্যান্স দেখার পর খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম জানালেন, হারের মধ্যে থাকা দল ভয়ঙ্কর।


দারুণ এক জয়ে  হারের বৃত্ত ভেঙেছে সিলেট। টুর্নামেন্টে অপ্রতিরোধ্য খুলনা টাইগার্সকে ৮০ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে তারা। খুলনার বিপক্ষে সব বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে সিলেট। যে কারণে প্রতিপক্ষ অধিনায়কের প্রশংসাও কুড়িয়েছে দলটি।


promotional_ad

ম্যাচ শেষে মুশফিক বলেন, ‘যখন কোনো দল একটি ম্যাচও যেতে না তখন তারা ভয়ঙ্কর হয়ে ওঠে। সিলেট (একটিতে জিতেছে) এবং রংপুর এখন পর্যন্ত কোনো ম্যাচ জেতেনি। তারা এখন খুবই ভয়ঙ্কর। টি-টোয়েন্টি ফরম্যাটে আপনি জানেন না কার দিকে পাল্লা ভারি থাকবে। নিজেদের দিনে যে কেউই জেতার সামর্থ্য রাখে।’


টস হেরে আগে ব্যাটিং করে দুই ক্যারিবীয় ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচারের ৫৭ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস এবং জনসন চার্লসের ৩৮ বলে ৯০ রানের ইনিংসে ২৩২ রান তোলে সিলেট। বিপিএল ইতিহাসে যা চতুর্থ দলীয় সর্বোচ্চ এবং এবারের আসরের দ্বিতীয়।


টি-টোয়েন্টি এমন এক-দুইজন ব্যাটসম্যান খেললেই ম্যাচ জেতা সম্ভব বলে মনে করেন মুশফিক। তিনি বলেন, ‘এই ফরম্যাটে ব্যাটিং বিভাগে দুই-একজন ব্যাটসম্যান পারফর্ম করলেই হয়। তারাও সেটা করেছে।


আমার মনে হয় এটা অনেক বেশি লক্ষ্য ছিল আমাদের জন্য। আমরা তাদেরকে আরও কম রানে আটকে রাখতে পারলে অন্যরকম হতে পারত ম্যাচটা। সকল কৃতিত্ব তাদের, দুর্দান্ত খেলেছে তারা।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball