promotional_ad

চলে যাচ্ছেন শানাকা-রাজাপাকশে, আসছেন থারাঙ্গা-ভিসে

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


শ্রীলঙ্কায় ফিরে যাচ্ছেন কুমিল্লা ওয়ারিয়র্সের অধিনায়ক দাসুন শানাকা এবং টপ অর্ডার ব্যাটসম্যান ভানুকা রাজাপাকশে। ইতোমধ্যে তাঁদের বিকল্প হিসেবে দুজন ক্রিকেটারের সঙ্গে চুক্তি করে ফেলেছে কুমিল্লা, জানিয়েছেন দলটির উপদেষ্টা মিনহাজুল আবেদীন নান্নু।


শ্রীলঙ্কার বাঁহাতি ওপেনার উপুল থারাঙ্গা এবং দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার ডেভিড ভিসেকে দলে ভিড়িয়েছে কুমিল্লা। আগামী ২৬ ডিসেম্বর দলের সঙ্গে যোগ দেবেন এই দুজন, নিশ্চিত করেছেন নান্নু।



promotional_ad

চট্টগ্রাম পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলে শ্রীলঙ্কার উদ্দেশে রওয়ানা দেবেন শানাকা-রাজাপাকশে। ভারত সফরের টি-টোয়েন্টি ক্যাম্পে যোগ দিতে এই দুজনকে ডেকেছে শ্রীলঙ্কা


মিনহাজুল আবেদীন বলেন, ‘২৪ ডিসেম্বর ম্যাচ খেলে শ্রীলঙ্কা যাবে শানাকা এবং রাজাপাকশে। জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে তাদেরকে ডেকে পাঠিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। আমরা এই দুজনের পরিবর্তে আরেক লঙ্কান উপুল থারাঙ্গা এবং দক্ষিণ আফ্রিকার ডেভিড ভিজেকে নিশ্চিত করেছি। এই দুজন ২৬ ডিসেম্বর আসছে।’


শানাকার নেতৃত্বে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) দারুণ শুরু করে কুমিল্লা ওয়ারিয়র্স। এখন পর্যন্ত টুর্নামেন্টে চার ম্যাচ খেলা কুমিল্লা দুটিতে জিতে পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে আছে।



শানাকা-রাজাপাকশেকে নিয়ে কম্বিনেশনেও দারুণ ছিল কুমিল্লা। এবার টুর্নামেন্টের মাঝপথে নতুন করে কম্বিনেশন সাজাতে হবে দলটিকে।


জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে বিপিএল ছাড়তে হচ্ছে খুলনা টাইগার্সের লঙ্কান অলরাউন্ডার হাসারঙ্গকেও।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball