promotional_ad

মোসাদ্দেকের প্রত্যাশা পূরণ করলেন ফ্লেচার-চার্লস

ছবি- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের কাছে থেকে ঝড়ো ইনিংসের প্রত্যাশা করেছিলেন সিলেট থান্ডারের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। তাঁর সেই চাওয়া পূরণ করলেন ক্যারিবীয় দুই টপ অর্ডার ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার এবং জনসন চার্লস।


হারের বৃত্তে থাকা সিলেট গত চার ম্যাচে কোনো বিভাগেই পারফরম্যান্স করতে পারেনি। দলের ক্যারিবিয়ান বিধ্বংসী ব্যাটসম্যানরাও নিজেদের মেলে ধরতে পারছিলেন না। গত চার ম্যাচ খেলে ডানহাতি চার্লস করেছেন ৭৩ রান। যেখানে সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস ছিল তাঁর। আন্দ্রে ফ্লেচার গত চার ম্যাচের দুটিতে খেলেছেন, করেছেন মাত্র ৪৮ রান।



promotional_ad

টানা চার ম্যাচ হারার পর গত ১৭ ডিসেম্বর সংবাদ সম্মেলনে এসে সিলেটের অধিনায়ক বলেন, ‘আপনি অবশ্যই ক্যারিবিয়ান ক্রিকেটারদের কাছ থেকে আশা করবেন যে ওরা নেমেই ছক্কা মারবে, ঝড়ো ইনিংস খেলবে।’


এবার অধিনায়কের প্রত্যাশা মতোই খেললেন চার্লস-ফ্লেচার। শক্তিশালী বোলিং আক্রমণের দল খুলনা টাইগার্সের বিপক্ষে বিধ্বংসী স্টাইলে ব্যাটিং করেছেন এই দুই ক্যারিবিয়ান।


উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে নেমে টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন ফ্লেচার। ৫৭ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান।



তিনে নামা চার্লস ছিলেন আরও বেশি ভয়ঙ্কর। ৩৮ বলে ৯০ রানের ইনিংস খেলেছেন তিনি। তাঁদের দুজনের ১৫০ রানের জুটিতে বিপিএল ইতিহাসের চতুর্থ এবং এবারের আসরের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান সংগ্রহ করে সিলেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball