promotional_ad

বিসিবির কাছে যৌক্তিক জবাব চায় পিসিবি

ছবি- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানে শুধুমাত্র টি-টোয়েন্টি সিরিজ খেল???ে রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিসিবির এই সিদ্ধান্তে নাখোশ পাকিস্তান ক্রিকেট ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিসিবির কাছে টেস্ট সিরিজ পাকিস্তানে না খেলার কারণ জানতে চেয়ে চিঠি দিয়েছে পিসিবি।


তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ পাকিস্তানেই আয়োজন করতে চায় পিসিবি, আগেই জানিয়েছিল তারা। কিন্তু বিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতেই পাকিস্তান সফর করবে। দুটি টেস্ট ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায় তারা।


বিসিবির এমন সিদ্ধান্ত পছন্দ হয়নি পিসিবির। তাই নিজেদের আগের অবস্থানেই অনড় রয়েছে তারা। বর্তমানে দুই বোর্ডের মধ্যে চিঠি আদান-প্রদান হচ্ছে। পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান জানিয়েছেন, পাকিস্তান সফর ছাড়া আর কোনো পথ নেই বাংলাদেশের সামনে। পাকিস্তানে টেস্ট খেলতে না চাওয়ার যৌক্তিক কারণ দেখাতে হবে বিসিবিকে। 


promotional_ad

করাচিতে পাকিস্তান-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট চলাকালে স্থানীয় সাংবাদিকদের ওয়াসিম খান বলেন, 'বিসিবি আমাদের জানিয়েছে, তারা পাকিস্তানে তিনটি টি-টোয়েন্টি খেলবে। কিন্তু এখানে টেস্ট সিরিজ খেলতে রাজি নয়। আমি বাংলাদেশের কাছে কঠোর অবস্থানে থেকে জানতে চেয়েছি কেন তারা টেস্ট খেলতে চাইছে না। আমাদের জন্য এখন আর অন্য দেশে গিয়ে টেস্ট খেলার উপায় নেই।'


ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে নিরাপত্তা ইস্যুতে সবুজ সংকেত পেয়েছে পাকিস্তান। বর্তমানে সেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে শ্রীলঙ্কা। ওয়াসিমের মতে, নিরাপত্তায় কোনো খুঁত রাখছে না পাকিস্তান।


এরপরও কেন পাকিস্তানে টেস্ট খেলতে চায় না বাংলাদেশ, এর যুক্তিযুক্ত জবাব দিতে হবে বিসিবিকে। তা না হলে পাকিস্তানে এসে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ দুটিই খেলতে হবে বাংলাদেশকে। তবে এখনও আলোচনা চলছে বলে জানান পিসিবির প্রধান নির্বাহী।  


ওয়াসিম বলেন, 'আইসিসি আমাদের নিরাপত্তা পরিকল্পনাকে সবুজ সংকেত দিয়েছে। এই মুহূর্তে শ্রীলঙ্কা এখানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। সবকিছু ঠিক মতোই চলছে। আমরা বাংলাদেশের কাছে কারণ জানতে চেয়েছি। এখনও আলোচনা শেষ হয়নি।'


পরিকল্পনা অনুযায়ী বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিবিপিএল) শেষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যাবে বাংলাদেশ। আগামী ২১ জানুয়ারি পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে মাশফিকুর রহিম, তামিম ইকবালদের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball