একটা ভালো দিনের অপেক্ষায় আছি আমরাঃ ফজলে রাব্বি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বিপিএলে টানা চার ম্যাচে হেরেছে রংপুর রেঞ্জার্স। দল কেন হারছে বার বার বা কোথায় সমস্যা হচ্ছে সেটার উত্তর জানা নেই ফজলে রাব্বির। জানিয়েছেন, একটা ভালো দিনের অপেক্ষায় আছেন তারা।
মার্ক ও'ডনেলের মতো কোচ থাকা সত্ত্বেও নিজেদের মেলে ধরতে পারছে না রংপুর। দলের বিদেশিরা পারফর্ম করলেও দেশিরা দলের জন্য অবদান রাখতে ব্যর্থ হচ্ছেন। খুলনা টাইগার্সের বিপক্ষে শুক্রবারের ম্যাচেও দেখা গেছে একই চিত্র।

মুস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদদের মতো পেসার দলে থাকলেও এই বিভাগেও ধুকছে রংপুর। রাব্বি মনে করেন, বোলাররা ছন্দে নেই তাই বোলিং ভালো হচ্ছে না। সব সমস্যার উত্তর খুঁজছে পুরো দল মিলে।
রাব্বি বলেন, `আসলে এর উত্তর আমরাও খুজছি। চেষ্টায় আছি হারের বৃত্ত থেকে বের হওয়ার। দুর্ভাগ্য যে হচ্ছে না। দেখি সামনের ম্যাচগুলোতে কি হয়। মনে হচ্ছে দলের যে কম্বিনেশন আছে সেটা হচ্ছে না।'
`নবি ভাইরা যদি আরেকটু ভাল খেলতে পারে আমরা যদি উনাদের আরেকটু সাপোর্ট দিতে পারি। সঙ্গে বোলাররাও ছন্দে নেই। ওই একটা ভালো দিনের অপেক্ষায় আছি আমরা।' রাব্বি আরও যোগ করেন।
খুলনার বিপক্ষে প্রথমে ব্যাটিং করে মাত্র ১৩৭ রানের পুঁজি পায় রংপুর। ব্যাটিং সহায়ক উইকেটে এতো অল্প রান ম্যাচ জেতার জন্য যথেষ্ট নয় বলে মনে করছেন রাব্বি। স্কোরবোর্ডে ২০-৩০ রান বেশি হলে ফলাফল ভিন্ন হতো বলে ধারণা এই টপ অর্ডার ব্যাটসম্যানের।
রাব্বি আরও বলেন, 'নাঈমের সঙ্গে একটা জুটি হচ্ছিলো। ওইখানে ও থাকলে আরও কিছু রান হতো। পরে নবি ভাইরা এসে মারতে পারতেন। সেটা হয়নি। অবশ্যই ২০-৩০ রান কম হয়েছে।'