আইপিএলের অবিক্রীত তারকদের একাদশে মুস্তাফিজ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরের নিলাম। এবারের আইপিএল নিলামে অবিক্রীত থাকা তারকা ক্রিকেটারদের নিয়ে একাদশ তৈরি করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। অবিক্রীতদের এই একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।
এবারের আইপিএলের নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি। বাংলাদেশের বাঁহাতি এই পেসারকে দলে নেয়ার আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। আইপিএলের ২০১৬ সালের আসরে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছিলেন মুস্তাফিজ।

ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ব্যাটসম্যান এভিন লুইসও রয়েছেন অবিক্রীত ক্রিকেটারদের একাদশে। আইপিএলের গত কয়েকটি আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন তিনি। ইংল্যান্ডের ডানহাতি ওপেনার অ্যালেক্স হেলস, নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান কলিন মুনরো এবং অজি বাঁহাতি ব্যাটসম্যান শন মার্শও এবারের আইপিএল নিলামে অবিক্রীত ছিলেন।
এদেরকে অবিক্রীত তারকাদের একাদশে রেখেছে ক্রিকইনফো। ভারতীয়দের মধ্যে মনোজ তিওয়ারি এবং ইউসুফ পাঠানও আইপিএলের আসন্ন আসরের জন্য দল পাননি। তাঁরাও রয়েছেন এই একাদশে।
এ ছাড়া অস্ট্রেলিয়ান পেসার বেন কাটিং, নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি, অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা এবং কিউই লেগ স্পিনার ইশ সোদিকেও দলে ভেড়ায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এই ক্রিকেটাররাও জায়গায় পেয়েছেন ক্রিকইনফোর এই একাদশে।
আইপিএলের অবিক্রীত একাদশঃ এভিন লুইস, অ্যালেক্স হেলস, কলিন মুনরো, শন মার্শ, মনোজ তিওয়ারি, ইউসুফ পাঠান, বেন কাটিং, টিম সাউদি, অ্যাডাম জাম্পা, ইশ সোদি, মুস্তাফিজুর রহমান।