promotional_ad

বোলিংই না করালে পেসারদের উন্নতি হবে কীভাবেঃ আমির

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ঘরোয়া ক্রিকেটের কাঠামোর কারণেই বাংলাদেশ ফাস্ট বোলার তৈরি করে পারে না। মন্থর উইকেটের কারণে এদেশের পেসাররা নিজেদের অনুপ্রাণিত করতে পারেন না বলে মনে করেন পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। তাঁর মতে, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে পেসাররা বোলিং করার পর্যাপ্ত সুযোগ পায় না। এমন হলে কীভাবে পেসাররা উন্নতি করবে, প্রশ্ন আমিরের।


এশিয়ানদের মধ্যে এতো দিন বিশ্বমানের বোলার তৈরি করত পাকিস্তান। বর্তমানে এ তালিকায় উঠে এসেছে ভারতও। ঘরোয়া ক্রিকেটের কাঠামো এবং উইকেটে পরিবর্তন এনে মানসম্মত পেসার বের করে আনছে তারা। কিন্তু সেখানে আগের অবস্থানেই রয়ে গেছে বাংলাদেশ।


promotional_ad

এখনও জাতীয় ক্রিকেট লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগের মতো প্রথম শ্রেণির খেলায় প্রথম দিন থেকেই স্পিনারদের দাপট দেখা যায়। যার ফলে পেসাররা লম্বা সময় ধরে বোলিং করার সুযোগ পান না। আর একারণেই বিশ্বমানের পেসার খুঁজে বের করতে পারেন না বাংলাদেশ, জানিয়েছেন আমির।


পেসার তৈরি করার পন্থা দেখিয়ে বাংলাদেশকে পরামর্শ দেন আমির। দেশের শীর্ষ স্থানীয় দৈনিককে তিনি বলেন, 'কিছুদিন আগে আমি এক জনের সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। আমাকে বলা হলো যে, (কন্ডিশনের কারণে) বাংলাদেশে প্রথম শ্রেণির ম্যাচের শুরুর দিন থেকেই হাঁটুর উপরে বল ওঠে না। এর মানে, গতিময় বোলাররা খুব বেশি বল করে না। যদি ফাস্ট বোলাররা লম্বা স্পেলে বল না করে, তাহলে সে ফিটনেস বুঝবে না, উন্নতিও করতে পারবে না।'


'পেসারদের সহায়তা করে এবং ব্যাটসম্যানরা স্বাচ্ছন্দ্যে খেলতে পারে এমন উইকেট বানাতে হবে। উইকেট বানাতে হবে যেন একজন পেসার দিনে ১২ থেকে ১৪ ওভার বোলিং করতে পারে। আমাকে বলা হয়েছে, এখানে ইনিংসের পঞ্চম ওভার থেকে স্পিনাররা আক্রমণে আসে। যদি আপনি পেসারদের বোলিংই না করান, তাহলে তাদের উন্নতি করাবেন কীভাবে?' যোগ করেন বাঁহাতি এই পেসার।


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন আমির। সেখানে খুলনার তরুণ পেসারদের অনুশীলনের সময় বিভিন্ন দিক্ষা দিতে দেখা যায় তাঁকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball