রিশাদ-আফ্রিদিদের ভবিষ্যৎ দেখছেন মাহমুদউল্লাহ

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লেগ স্পিনার খুব গুরুত্বপূর্ণ। রান আটকে রাখার পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন লেগ স্পিনাররা। কিন্তু অনেকদিন ধরেই লেগ স্পিনার সঙ্কটে রয়েছে বাংলাদেশ দল।
টি-টোয়েন্টি দলে কিছুদিন ধরে নিয়মিত খেলছেন আমিনুল ইসলাম বিপ্লব। এ ছাড়া বিবেচনায় আছেন রিশাদ হোসেন, মিনহাজুল আবেদীন আফ্রিদির মতো তরুণ লেগ স্পিনাররা।

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটে রিশাদ-আফ্রিদিদের দারুণ সুযোগ রয়েছে। তাঁরা একদিন আন্তর্জাতিক ক্রিকেট মাতাবেন বলে বিশ্বাস মাহমুদউল্লাহর।
এ প্রসঙ্গে বাংলাদেশের টি-টোয়েন্টি দলপতি বলেছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে লেগ স্পিনার খুব গুরুত্বপূর্ণ। আমরা লেগ স্পিনার খুঁজছি। বিপ্লব ভালো করছে। রিশাদও আছে, আফ্রিদি আছে। ওদের জন্য ভালো সুযোগ। আন্তর্জাতিক ক্রিকেটে তাদের ভালো সুযোগ আছে।’
বিপিএলের সর্বশেষ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে অভিষেক হয় আফ্রিদির। এবারের বিপিএলে রংপুর রেঞ্জার্সের হয়ে খেলছেন রিশাদ। শনিবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে অভিষেক হয়েছে তাঁর। ২ ওভারে ২৯ রান খরচ করে উইকেটশূন্য ছিলেন তিনি।