দিনের সেরাঃ রাইলি রুশো
ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৪৪ রান তুলেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জবাবে ১৪৫ রান করা খুব বেশি কষ্টের ছিল না খুলনা টাইগার্সের জন্য। রহমানউল্লাহ গুরবাজ এবং রাইলি রুশোর জোড়া হাফ সেঞ্চুরিতে স্বাচ্ছন্দ্যে জিতেছে খুলনা।
১৮ বলে ঝড়ো হাফ সেঞ্চুরি করে খুলনাকে জয়ের পথেই রেখেছিলেন গুরবাজ। ১৮ বছর বয়সী এই আফগান ফেরার পর অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে অবিচ্ছিন্ন ৭২ রানের জুটি গড়ে খুলনাকে জয়ের বন্দরে পৌঁছে দেন রুশো।

রুশো শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩৮ বলে ৬৪ রানের ইনিংস খেলে। মুশফিকুর রহিম অপরাজিত থাকেন ২২ বলে ২৮ রান করে। ম্যাচ জেতানো ইনিংস খেলে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন রুশো।
শুরুর দিকে কিছুটা ধীর গতিতে ব্যাটিং করেছেন এই প্রোটিয়া তারকা। গুরবাজ যখন হাত খুলে খেলছিলেন রুশো তখন দর্শক। গুরবার ফিরে গেলে দলের রান বাড়ানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রুশো।
এরপর ৩১ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। রুশোর ব্যাটে ভর করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮ উইকেটের ব্যবধানে হারায় খুলনা। এর ফলে জয় দিয়েই বঙ্গবন্ধু বিপিএলে নিজেদের শুরুটা রাঙিয়ে রেখেছে খুলনা টাইগার্স।