দ্রুত খেলা শেষ করতেই ইমরুলের আগ্রাসী ব্যাটিং

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে জেতাতে ৩৮ বলে ৬১ রানের আগ্রাসী একটি ইনিংস খেলেছেন ইমরুল কায়েস। ম্যাচ শেষে জানালেন দ্রুত খেলা শেষ করার লক্ষ্যেই আগ্রাসী ছিলেন তিনি।
দুটি চার ও পাঁচটি ছক্কায় এই ইনিংস খেলেন ইমরুল। অন্যদিনের চাইতে অনেক বেশি আগ্রাসী ভঙ্গিমায় খেলেন তিনি। বিধ্বংসী এই ইনিংসে তাঁর স্ট্রাইক রেট ছিল ১৬০.৫২।

ম্যাচ শেষে নিজের ইনিংস নিয়ে ইমরুল বলেন, 'লম্বা সময় পর বড় ইনিংস খেললাম। এই ইনিংস দলের জয়ে দারুণ কাজে দিয়েছে। উইকেট ব্যাটিং সহায়ক ছিল। বল খুব সুন্দরভাবে ব্যাটে আসছিল।
শর্ট বল বা ফুল বল লক্ষ্য করে খেলা অনেক সহজ ছিল। আমি দ্রুত খেলা শেষ করতে চেয়েছিলাম। এজন্যই আগ্রাসী খেলেছি।'
এদিকে প্রথম ম্যাচ জিতে জয় পাওয়ায় সন্তুষ্ট চ্যালেঞ্জার্সের ভারপ্রাপ্ত অধিনায়ক রায়াদ এমরিট। সিলেট থান্ডারকে ১৬২ রানে আটকে রাখায় দলের বোলারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এমরিট বলেন, 'আমার দলের ক্রিকেটারদের প্রতি গর্বিত। তাদের এই পারফরম্যান্স ছাড়া জয় সম্ভব ছিল না। বোলাররা বেশ ভালো করেছে। আসর মাত্র শুরু। এই মুহূর্তে দলের জয় পাওয়াটা স্বস্তির বিষয়।'