জ্বলে উঠতে প্রস্তুত মাশরাফি-তামিম

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দীর্ঘদিন খেলার বাইরে আছেন মাশরাফি বিন মুর্তজা এবং তামিম ইকবাল। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিবিপিএল) দিয়ে মাঠে ফিরতে যাচ্ছ???ন বাংলাদেশের এই দুই তারকা ক্রিকেটার। দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও অভিজ্ঞ এই ক্রিকেটারদের ওপর আস্থা রয়েছে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের। দলটির উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয় বিশ্বাস করেন, জ্বলে উঠতে প্রস্তুত মাশরাফি-তামিম।
ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকে ক্রিকেটের বাইরে আছেন মাশরাফি। ব্যক্তিগত কারণে ঘরের মাঠের ত্রিদেশীয় সিরিজ, আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ এবং ভারতের বিপক্ষে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজে খেলেননি তামিম।

দেশের এই দুই তারকার কেউই বিশ্বকাপে নিজেদের মেলে ধরতে পারেননি। কিন্তু এনামুল হক বিজয় মনে করেন, বঙ্গবন্ধু বিপিএলে নিজেদের সামর্থ্য আরও একবার দেখাবেন তাঁরা।
বুধবার (১১ ডিসেম্বর) মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শেষে বিজয় বলেন, ‘মাশরাফি ভাইয়ের প্রতিটা বলই জায়গায় পড়ছে, এটা আলহামদুলিল্লাহ দারুণ ব্যাপার। এতো দিন পর এসেও বল জায়গায় করতে পারছেন। তামিম ভাইয়ের ব্যাটিং দেখে মনে হচ্ছে তিনি রানের মধ্যেই আছেন। আমার কাছে মনে হয়, তাঁরা দুইজন দারুণ অবস্থায় আছেন। ইনশা আল্লাহ্ দলের জন্য খুব ভালো অবদান রাখবেন।’
তামিম-মাশরাফি ছাড়াও মুমিনুল হক, শুভাগত হোম, রকিবুল হাসান, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, ওয়াহাব রিয়াজের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছেন ঢাকা প্লাটুনে। যা দলের জন্য অনেক বড় শক্তি বলে মনে করছেন বিজয়।
তিনি বলেন, ‘অভিজ্ঞ ক্রিকেটার থাকা খুবই জরুরি আমাদের আরও কিছু সিনিয়র ক্রিকেটার আছে। সিনিয়র বিদেশি ক্রিকেটারও আছে। প্রতিটা দলের জন্যই এটা গুরুত্বপূর্ণ সিনিয়র কিছু ক্রিকেটার দলে থাকা। ওনাদের মতো এতো বড় ক্রিকেটার থাকা মানে তো অবশ্যই দলের জন্য অনুপ্রেরণা।এমন দলে খেলতে পারা অনেক সৌভাগ্যের ব্যাপার, দারুণ অভিজ্ঞতা হবে আশা করি।’
১২ ডিসেম্বর এবারের বিপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ঢাকা। শক্তিশালী রাজশাহী রয়্যালসের বিপক্ষে লড়বে দলটি। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা দেড়টায়।