বঙ্গবন্ধু বিপিএলের টস হলো বিশেষ কয়েনে

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিশেষভাবে আয়োজিত এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টসও করা হচ্ছে বিশেষ কয়েনে। বুধবার (১১ ডিসেম্বর) চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট থান্ডারের মধ্যকার ম্যাচে টসের সময় দেখা যায় এই দৃশ্য।
সম্পূর্ণ একটি স্বর্ণের কয়েন ব্যবহার করা হয় টসের জন্য। যার এক পাশে খোদাই করা ছিল বিপিএলের লোগো। বিশেষ এই কয়েন দিয়ে করা টস জিতেছেন চট্টগ্রামের ভারপ্রাপ্ত অধিনায়ক রায়াদ এমরিট। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ইনজুরিতে থাকায় চট্টগ্রামের অধিনায়কত্ব করছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার এমরিট। এ ছাড়া সিলেটের অধিনায়ক হিসেবে টস করতে এসেছেন মোসাদ্দেক হোসেন সৈকত।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশঃ ইমরুল কায়েস, আভিশকা ফারনান্দো, জুনায়েদ সিদ্দিকী, রায়ান বার্ল, চ্যাডউইক ওয়ালটন, নুরুল হাসান (উইকেটরক্ষক), নাসির হোসেন, মুক্তার আলী, রায়াদ এমরিট (অধিনায়ক), নাসুম আহমেদ ও রুবেল হোসেন।
সিলেট থান্ডার একাদশঃ জনসন চার্লস, রনি তালুকদার, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), জীবন মেন্ডিস, নাজমুল হোসেন, সোহাগ গাজী, নাভিন উল হক, ক্রিসমার সান্টোকি, এবাদত হোসেন ও নাজমুল ইসলাম অপু।