আইসিসির দায়িত্বে থাকতে চান না মনোহর!

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদে থাকতে চান শশাঙ্ক মনোহর। আরও দুই বছর এই দায়িত্বে থাকার সুযোগ থাকলেও সরে দাঁড়াতে চান তিনি। ২০২০ সালের মে মাসে শেষ হবে মনোহরের চলমান দায়িত্বভার।
২০১৬ সালে আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন মনোহর। ২০১৮ সালে সর্বসম্মতিতে দ্বিতীয়বারের মতো এই পদে নিয়োগ পান তিনি। আইসিসির নিয়ম অনুযায়ী সর্বোচ্চ তিনবার একই দায়িত্বে থাকতে পারবেন কেউ।

সবার সম্মতিতে নির্বাচিত হলে আরও একবার আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করার সুযোগ রয়েছে মনোহরের। তবে আবারও এই দায়িত্ব পালনে আগ্রহী নন এই ভারতীয়। তিনি বলেন, 'আরও দুই বছরের জন্য দায়িত্ব নিতে আমি আগ্রহী না।'
আইসিসির বেশিভাগ বোর্ড পরিচালকের পছন্দ মনোহর। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির ডেপুটি চেয়ারম্যান মনোহরকে আরও একবার দায়িত্ব পালন করার জন্য প্রস্তাবও দিয়েছিলেন।
মনোহর বলেন, 'বেশিরভাগ পরিচালকই আমাকে দায়িত্ব পালন করতে বলেছে। তাদের বলে দিয়েছি আমি থাকতে চাই না। চেয়ারম্যান হিসেবে আমি ৫ বছর দায়িত্ব পালন করেছি। তাই এটা পরিষ্কার আগামী জুনের পর আর কাজ করতে চাই না।'
মনোহরের সময়েই তিন মোড়লের আধিপত্য খর্ব করা হয় আইসিসিতে।