একই দুশ্চিন্তা নিয়ে মাঠে নামছে কুমিল্লা-রংপুর

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম দিনের সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ওয়ারিয়র্স এবং রংপুর রেঞ্জার্স। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে।
দল হিসেবে দুটি দলই বেশ গোছানো। রংপুর রেঞ্জার্স দেশি ক্রিকেটারদের মধ্যে আছেন মুস্তাফিজুর রহমান, নাইম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম অমি, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে রাব্বি, নাদিফ চৌধুরী ও সঞ্জিত শাহা।
এ ছাড়া কুমিল্লা ওয়ারিয়র্সে আছেন সৌম্য সরকার, আল আমিন হোসেন, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, মাহিদুল ইসলাম অঙ্কন, সুমন খান ও ফারদিন অনি।
রংপুরের অধিনায়কত্ব করবেন দলের আফগান রিক্রুট মোহাম্মদ নবি। এ ছাড়া কুমিল্লার নেতৃত্ব দেবেন শ্রীলঙ্কার দাসুন শানাকা। দুই দলই অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বিদেশি ক্রিকেটারদের।

আরেকটি মিল হচ্ছে এই দুই দল স্পন্সর খুঁজে না পাওয়ায় দুটি দলেরই সকল খরচ বহন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এদিকে দল দুটির দুশ্চিন্তাও একই! কেননা বিদেশি ক্রিকেটারদের অনেকেই দল দুটির সঙ্গে এখনও যোগ দিতে পারেনি। রংপুরে আসেননি ইংল্যান্ডের ক্রিস গ্রেগরি, দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্ট ও ওয়েস্ট ইন্ডিজের ওশান থমাস। কুমিল্লা ওয়ারিয়র্সে নেই ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালান।
রংপুর রেঞ্জার্সঃ
দেশিঃ মুস্তাফিজুর রহমান, নাইম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম অমি, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে রাব্বি, নাদিফ চৌধুরী, সঞ্জিত শাহা।
বিদেশিঃ মোহাম্মদ নবি (আফগানিস্তান), জুনায়েদ খান (পাকিস্তান), ক্রিস গ্রেগরি (ইংল্যান্ড) ,ক্যামেরন ডেলপোর্ট (দক্ষিণ আফ্রিকা)।
কুমিল্লা ওয়ারিয়র্সঃ
দেশিঃ সৌম্য সরকার, আল আমিন হোসেন সিনি, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, মাহিদুল ইসলাম অঙ্কন , সুমন খান ও ফারদিন অনি।
বিদেশিঃ কুশল পেরেরা (শ্রীলঙ্কা), মুজিব উর রহমান (আফগানিস্তান), ডেভিড মালান (ইংল্যান্ড), দাসুন শানাকা (শ্রীলঙ্কা) ।