promotional_ad

সাকিববিহীন প্রথম বিপিএল

ছবি- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিশেষ আসর আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশি-বিদেশি ক্রিকেটারদের সমন্বয়ে জমজমাট একটি টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে বিসিবি। কিন্তু দেশের ঘরোয়া ক্রিকেটের জাঁকজমকপূর্ণ টুর্নামেন্টের এই আসরে খেলতে পারছেন না দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবারই প্রথমবারের মতো বিপিএলে অংশ নেয়া হচ্ছে না সাকিবের।


জুয়াড়ির প্রস্তাব আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে না জানানোয় গত ২৯ অক্টোবর সাকিব দুই বছরের জন্য নিষিদ্ধ হন। যেখানে এক বছর কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন না সাকিব। এ কারণেই বিপিএলের এই আসরে খেলতে পারছেন না তিনি।


২০২০ সালের ২৯ অক্টোবর সাকিবের নিষেধাজ্ঞা উঠে গেলে পরের বিপিএলে দেখা যাবে সাকিবকে। তবে এবার সাকিবকে ছাড়াই বিপিএল উপভোগ করতে হবে দর্শকদের।


promotional_ad

বিপিএলের প্রথম আসরে খুলনা রয়্যাল বেঙ্গলসের হয়ে খেলেন সাকিব। ব্যাট এবং বল হাতে দলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন তিনি। ১১ ম্যাচ খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। তাঁর ব্যাট থেকে আসে ২৮০ রান।


বল হাতে খুলনার হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। ১১ ম্যাচে ১৫ উইকেট নেন সাকিব। বিপিএলের প্রথম আসরে টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হন বাঁহাতি এই অলরাউন্ডার।


২০১৩ বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেন সাকিব। ১২ ম্যাচে ৩২৯ রান এবং ১৫ উইকেট নেন তিনি। এই আসরে শিরোপা জিতেছিল ঢাকা এবং টুর্নামেন্ট সেরা হন সাকিব।


এরপরের আসর ২০১৫ বিপিএলে রংপুর রাইডার্সে পাড়ি জমান বাঁহাতি এই অলরাউন্ডার। ব্যাট হাতে এই আসরে খুব একটা ভালো করতে পারেননি তিনি। ১১ ম্যাচে ১৩৬ রান করেন সাকিব। তবে বল হাতে দলের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। ১৮ উইকেট নেন বাঁহাতি এই স্পিনার।


২০১৬ বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেন সাকিব। দলটির অধিনায়কত্ব দেয়া হয় তাঁকে। ব্যাট এবং বল হাতে দারুণ পারফরম্যান্স করেন তিনি। ১৪ ম্যাচে ২২৬ রান এবং ১৩ উইকেট নেন এই তারকা ক্রিকেটার। এই আসরে শিরোপা ঘরে তোলে ঢাকা ডায়নামাইটস।


২০১৭ এবং ২০১৯ সালের বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেন সাকিব। ২০১৭ সালে ১৩ ম্যাচে ২১১ রান এবং ২২ উইকেট নেন এই অলরাউন্ডার। ২০১৮ সালে ১৫ ম্যাচে ৩০১ রান এবং ২৩ উইকেট নেন সাকিব।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball