promotional_ad

বাংলাদেশের সব চেনা নবির

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশের কন্ডিশন ভালোভাবেই চেনা মোহাম্মদ নবির। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে রংপুর রেঞ্জার্সকে সাফল্য এনে দিতে চান আফগানিস্তানের তারকা এই অলরাউন্ডার।


নবিকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে রংপুর। বিপিএলে নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত নবি। তাঁর ওপর রংপুর রেঞ্জার্সের আস্থার মর্যাদা দিতে চান আফগান এই ক্রিকেটার। বাংলাদেশে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে সাফল্য এনে দিতে চান নবি।


promotional_ad

অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, ‘রংপুর রেঞ্জার্সের ম্যানেজমেন্ট আমার উপর বিশ্বাস রাখায় আমি অনেক খুশি। আমি বাংলাদেশে নতুন না। গত ৮-৯ বছরের প্রায় প্রতি বছরই বাংলাদেশে খেলেছি আমি। ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট; সব জায়গায়ই খেলেছি, ভালো করেছি। আমি এই কন্ডিশন সম্পর্কে অবগত এবং এখানকার সবকিছুই আমার জানা।’


‘দিনের শেষভাগে প্রায় সব সময়ই শিশির থাকে বাংলাদেশের কন্ডিশনে। উইকেটের ভিন্ন আচরণ লক্ষ্য করা যায় দুই ইনিংসেই। আগামীকাল আমাদের প্রথম ম্যাচ। টুর্নামেন্টটি ইতিবাচক হিসেবে শুরু করতে চাই আমরা।’ যোগ করেন রংপুরের অধিনায়ক।


গত সেপ্টেম্বরেও বাংলাদেশে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলে গেছেন নবি। একানকার কন্ডিশনে ব্যাটে-বলে বেশ কার্যকরী একজন ক্রিকেটার তিনি। এ ছাড়া আফগানিস্তানকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতাও রয়েছে নবির।


১১ ডিসেম্বর দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওরিয়র্সের মোকাবেলা করবে রংপুর রেঞ্জার্স। জয় দিয়ে বিপিএলের বিশেষ এই আসর শুরু করতে চান রংপুরের অধিনায়ক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball