সিলেট শিবিরে বাঁহাতি ব্যাটসম্যান নিয়ে হাহাকার

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বুধবার শুরু হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার (বিপিএল)। মাঠের লড়াইয়ে নামার আগে দলগুলো শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। বুধবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে সিলেট থান্ডারের ম্যাচ দিয়ে শুরু হবে বঙ্গবন্ধু বিপিএল।
এই ম্যাচের আগে সিলেটের কোচ হার্শেল গিবস একজন বাঁহাতি ব্যাটসম্যানের অভাব বোধ করছেন। দেশি ক্রিকেটারদের মধ্য থেকে সিলেটের স্কোয়াডে থাকা কোনো ব্যাটসম্যানই বাঁহাতি নন।
বিদেশি কোনো বাঁহাতি ব্যাটসম্যানও নেই সিলেট থান্ডারে। এই জায়গায় সিলেট কিছুটা পিছিয়ে আছে বলে মনে করেন গিবস। দলে স্পিনারদের ছড়াছড়ি থাকাকে দুর্ভাগ্য বলছেন এই প্রোটিয়া কোচ।

এ প্রসঙ্গে গিবস বলেছেন, ‘আমি বলেছি আমাদের দক্ষতা উদ্বেগের বিষয়, দুর্ভাগ্যক্রমে আমরা অনেক স্পিনার পেয়েছি। আমাদের টপ অর্ডারে বাঁহাতি ব্যাটসম্যান নেই। এখানে আমরা কিছুটা পিছিয়ে আছি। আমাদের যা কিছু আছে, তাই নিয়েই লড়তে হবে। আমি কেবল দুদিন ছেলেদের সঙ্গে ছিলাম। তারা প্রস্তুত আছে।’
উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে তাঁর দল মানসিকভাবে দৃঢ় থেকেই মাঠে নামবে বলে মনে করেন গিবস। দলে কোনো ইনজুরি সমস্যা নেই বলে নিশ্চিত করেছেন সিলেটের কোচ। তাঁর দল ম্যাচ খেলার জন্য প্রস্তুত আছে, এমনটাই জানিয়েছেন তিনি।
গিবসের ভাষ্য, ‘আমি চাই তারা কালকের জন্য মানসিকভাবে প্রস্তুত হোক। আপনি অতিরিক্ত প্রস্তুতি নিতে পারবেন না। তারা সব কিছু করেছে, কোনো ইনজুরি সমস্যা নেই। আমি শুধু চাই তারা রাতে ভালোভাবে ঘুমাক এবং ফিরে এসে দারুণ খেলুক।’
দেশি ক্রিকেটারঃ মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, রনি তালুকদার, নাঈম হাসান, মোহাাম্মদ দেলোয়ার হোসেন, মনির হোসেন খান, রুবেল মিয়া, এবাদত হোসেন (ড্রাফটের বাইরে)।
বিদেশি ক্রিকেটারঃ শেরফান রাদারফোর্ড, শফিকুল্লাহ শফিক, নবীন উল হক, জনসন চার্লস, জীবন মেন্ডিস, আন্দ্রে ফ্লেচার (ড্রাফটের বাইরে), চ্যাডউইক ওয়ালটন (ড্রাফটের বাইরে), শেলডন কটরেল (ড্রাফটের বাইরে)।