পিটারসেনের পরামর্শ কাজে লাগালো দক্ষিণ আফ্রিকা

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
শীর্ষ বেশ কয়েকজন কর্মকর্তার পদত্যাগ এবং অব্যাহতিতে টালমাটাল অবস্থায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। এই সঙ্কট নিরসনে জ্যাক ফলকে প্রধান নির্বাহী করার পরামর্শ দিয়েছিলেন কেভিন পিটারসেন।
সেই সঙ্গে সাবেক প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথকে ক্রিকেট ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয়ার কথা বলেছিলেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান পিটারসেন। এবার তাঁর পরামর্শ বাস্তবে প্রয়োগ ঘটিয়েছে সিএসএ।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যাক ফল। এ ছাড়া আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকার ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্ব নিতে চলেছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথ।
রবিবার (৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার গভর্নিং বডি। শনিবার (৭ ডিসেম্বর) ক্রিকেট দক্ষিণ আফ্রিকার একটি বিশেষ সভায় ফল এবং স্মিথকে নিয়োগ দেয়ার বিষয়টি চূড়ান্ত হয়।
দুদিন আগেই অসদাচরণের অভিযোগে ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) প্রধান নির্বাহী থাবাং মোরেকে বরখাস্ত করা হয়। ফলে এই পদটি শূন্যই ছিল এই কয়দিন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার অভ্যন্তরীণ কোন্দলে গত সপ্তাহেই সিএসএ সভাপতি ইকবাল খান পদত্যাগ করেন।
এ ছাড়া দায়িত্ব থেকে অব্যাহতি নেন স্বাধীন পরিচালক শার্লি জিন। অভ্যন্তরীণ কোন্দলের ফলে দক্ষিণ আফ্রিকা দলের মূল স্পন্সর স্ট্যান্ডার্ড ব্যাংক নিজেদের চুক্তি বাতিল করেছে। যদিও তাদের চুক্তির মেয়াদ ছিল ২০২০ সালের এপ্রিল পর্যন্ত।
সিএসএ সভাপতি ক্রিস নেঞ্জানি এক সংবাদ সম্মেলনে বলেন, 'আমি যখন তাকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী হতে আহ্বান জানাই, তখন জ্যাক ফল এক মুহুর্তের জন্যও দ্বিধা করেননি। তিনি অতীতে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। তিনি বলেছিলেন প্রয়োজনে আবারও দায়িত্ব নেবেন এবং দেশের জন্য কাজ করবেন।'