বিপিএল দিয়ে জাতীয় দলের ঘাটতি পূরণের লক্ষ্য বিসিবির

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বিপিএলের আসর শুরু হচ্ছে আগামী ১১ ডিসেম্বর। এই টি-টোয়েন্টি আসর থেকে ক্রিকেটার খুঁজে বের করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যারা জাতীয় দলের বিভিন্ন জায়গায় শূন্যতা পূরণ করবেন।
আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্ব আসরকে সামনে রেখে এই ফরম্যাটের জন্য মানানসই কয়েকজন ক্রিকেটার খুঁজে বের করার লক্ষ্য বিসিবির। শনিবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, 'এই বিপিএলটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। অনেকগুলো টি-টোয়েন্টি ম্যাচও আছে। ওইখানে পারফরম্যান্সটা গুরুত্বপূর্ণ। কিছু কিছু জায়গায় আমাদের ঘাটতি আছে (জাতীয় দলের) এগুলো নিয়ে আমরা কাজ করছি।'
সেই লক্ষ্যেই বঙ্গবন্ধু বিপিএলে বিশেষ নজর রাখবে জাতীয় দলের নির্বাচকরা। এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট থেকে কিছু প্লেয়ার বের হলে তা জাতীয় দলের জন্য ভালো হবে বলেই মনে করেন নান্নু।
প্রধান নির্বাচকের ভাষ্য, 'টিম ম্যানেজমেন্ট আমরা সবাই চাচ্ছি এইসব জায়গায় কিছু প্লেয়ারের পারফরম্যান্স। এই বিপিএলটা ওই জায়গায় দেখবো। কিছু প্লেয়ার যদি এখান থেকে আমরা পেয়ে যাই আমাদের জন্য প্লাস পয়েন্ট।'