তীব্র চাহিদায় বাড়তি টিকেট ছেড়েছে বিসিবি

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের টিকেটের তীব্র চাহিদার প্রেক্ষিতে বাড়তি টিকেট ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার থেকেই এই টিকেট বুথ থেকে সংগ্রহ করতে পারবেন সাধারণ দর্শকরা।
দর্শকদের জন্য মাঠে বসে উদ্বোধনী অনুষ্ঠান দেখার ব্যবস্থা করেছে বিসিবি। এই টিকিটের মূল্য নির্ধারিত হয়েছে ৫ হাজার টাকা। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন বলিউড সুপাস্টার সালমান খান ও বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এছাড়া সঙ্গীত শিল্পীদের মধ্যে পারফরম্যান্স করছেন সনু নিগম এবং কৈলাস খের।
দেশীয় তারকাদের মধ্যে সঙ্গীত পরিবেশন করবেন মমতাজ বেগম এবং মাহফুজ আনাম জেমস। ৮ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠান।
দর্শকরা চাইলে অনলাইন থেকেও টিকেট সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া ৮টি জায়গা থেকে ক্রিকেট সংগ্রহ করতে পারবেন দর্শকরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, শহীদ সোহরাওয়ার্দী ইনডোর, দ্য ওয়েস্টিন, ফাহিম মিউজিক ও ক্যাফে ইডেনে মিলবে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের টিকেট।