আমরাই সেরা দলঃ আরাফাত সানি

ছবি: ছবি - ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বিপিএলের জন্য শক্তিশালী দল গঠন করেছে রংপুর রেঞ্জার্স। দেশি বিদেশি বেশ কয়েকজন নামি-দামি তারকা রয়েছে দলটিতে। রংপুর রেঞ্জার্সের স্পিনার আরাফাত সানি মনে করেন তাদের দলই সেরা হয়েছে।
এর উদাহরণ টানতে গিয়ে, আফগানিস্তানের মোহাম্মদ নবি এবং দেশি ক্রিকেটারদের মধ্যে নাঈম শেখ-নাদিফ চৌধুরীদের উদাহরণ টেনেছেন তিনি। সানির বিশ্বাস এই দল নিয়েই তাঁরা ভালো কিছু করবেন।

এ প্রসঙ্গে সানি বলেছেন, 'আমার কাছে আমার টিম সেরা মনে হয়েছে। আমাদের টিমে টি-টোয়েন্টি প্লেয়ার আছে। যেমন মোহাম্মদ নবি, নাঈম শেখ, নাদিফ চৌধুরী, অমি (জহুরুল ইসলাম), আমার কাছে মনে হচ্ছে খুব ভালো টিম।'
সানি মনে করেন টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো-মন্দ বলে কিছু নেই। যেদিন যে দল ভালো খেলবে তারাই জিতবে। তাই ধারাবাহিক পারফরম্যান্সের দিকে নজর এই অফ স্পিনারের।
সানির ভাষ্যমতে, 'টি-টোয়েন্টি এমন একটি ফরম্যাট যেখানে ভালো মন্দ বলে কিছু নেই। যে যেদিন ভালো করবে সে সেদিন জিততে পারবে।'
রংপুর রেঞ্জার্সঃ মুস্তাফিজুর রহমান (এ), নাইম শেখ (সি), আরাফাত সানি (সি), জহুরুল ইসলাম অমি (বি), তাসকিন আহমেদ (বি), জাকির হাসান (সি), ফজলে রাব্বি (সি), নাদিফ চৌধুরী (সি), সঞ্জিত শাহা (ডি)।
বিদেশিঃ মোহাম্মদ নবি (আফগানিস্তান), শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), ক্রিস গ্রেগরি (ইংল্যান্ড) ,ক্যামেরন ডেলপোর্ট (দক্ষিণ আফ্রিকা)।