promotional_ad

কোহলি-শাস্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন গাঙ্গুলি

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী বছর অক্টোবরে অস্ট্রেলিয়ার অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন এই বিশ্ব আসরের জন্য বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এগুলো নিয়ে অধিনায়ক বিরাট কোহলি এবং কোচ রবি শাস্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।


ভারত এখনও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তৈরি নয় বলেই মনে করেন বিসিসিআই সভাপতি। তাঁর বিশ্বাস দ্রুতই এই বিশ্ব আসরের জন্য তৈরি হয়ে যাবেন বিরাট কোহলি-রোহিত শর্মারা।



promotional_ad

গাঙ্গুলি বলেন, 'আমরা টি টোয়েন্টি ক্রিকেটে রান তাড়া করছি সাফল্যের সঙ্গে। এ বার প্রথমে ব্যাট করেও সফল হতে হবে। এই ব্যাপারে আমার কিছু ভাবনা রয়েছে। যা বিরাট, রবি ও ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় জানাবো। আমরা এখনও খুব বেশি টি টোয়েন্টি আন্তর্জাতিক খেলিনি। তবে আমি আত্মবিশ্বাসী যে বিশ্বকাপের সময়ে আমরা পুরোপুরি প্রস্তুত হয়ে যাব।'


নিজের পরিকল্পনা নিয়ে বিস্তারিত না জানালেও গাঙ্গুলি ভারতের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসা করেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে গত বছর দারুণ খেলেছে ভারত। নিউজিল্যান্ডেও ভালো করার সামর্থ্য আছে তাদের। আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে ভারত ভালো করবে বলেই মনে করেন গাঙ্গুলি।


কোহলিদের প্রশংসা করে গাঙ্গুলি বলেছেন, 'বিদেশে ধারাবাহিক জেতাই হল চূড়ান্ত লক্ষ্য। গত বছর অস্ট্রেলিয়ায় আমরা ভাল খেলেছি। নিউজিল্যান্ডেও ভাল করার মতো দল রয়েছে আমাদের। এবং অস্ট্রেলিয়াতেও আবার ভাল খেলব আমরা। বিশ্বের সেরা টেস্ট দল হিসেবে সেটাই আমাদের লক্ষ্য।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball