ক্যারিবীয়দের ভারত পরীক্ষা শুরু শুক্রবার

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ঘরের মাঠে বরাবরই শক্ত প্রতিপক্ষ ভারত। কদিন আগেই বাংলাদেশকে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা। টেস্ট সিরিজও তারা জিতেছে ২-০ ব্যবধানে। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে চলেছে ভারত।
ক্যারিবীয়দের বিপক্ষে তাদের প্রথম টোয়েন্টি ম্যাচটি শুরু হবে শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায়। এই সিরিজকে ক্যারিবীয়রা আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে। শক্তিমত্তার বিচারে এই সিরিজে কিছুটা পিছিয়ে থেকেই নামছে ওয়েস্ট ইন্ডিজ।

কারণ কদিন আগেই আফগানিস্তানের ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে দলটি। এই সিরিজে ভারতের লক্ষ্য থাকবে ধারাবাহিকতা ধরে রাখা। গত আগস্টে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছিল ভারত। বিরাট কোহলি মনে করেন, সেই সিরিজটিই তাদেরকে চাঙ্গা রেখেছে।
এ প্রসঙ্গে ভারতের অধিনায়ক বলেন, 'দল হিসেবে আমরা এখন দারুন ক্রিকেট খেলছি। একাদশে সুযোগ পেলেই পারফরম্যান্স করার জন্য সবাই মুখিয়ে থাকে। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় তারা। সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে সিরিজে দল ভালো করেছে। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সিরিজ জয়ের স্বাদ পেয়েছি আমরা। তাই ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।'
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারলেও ভারতের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেতে চান ক্যারিবীয় অধিনায়ক কাইরন পোলার্ড। ভারতের মাটিতে সিরিজ জেতা সহজ না হলেও নিজেদের সেরাটা দিতে চান তাঁরা।
পোলার্ড বলেন, 'আফগানিস্তানের বিপক্ষে ভালো খেলেও আমরা সিরিজ জিততে পারিনি। তবে ভারতের বিপক্ষে ভালো করতে সবাই মুখিয়ে আছে। তবে কাজটি সহজ নয়। তাদের ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং লাইনআপও বেশ শক্তিশালী। ভালো কিছু করতে হলে আমাদের সবাইকে সেরা ক্রিকেটই খেলতে হবে।'