promotional_ad

ইয়ান চ্যাপেলকে স্মিথের জবাব

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইয়ান চ্যাপেল অভিযোগ করেছেন, টিম পেইনকে অস্ট্রেলিয়ার নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছেন স্টিভেন স্মিথ। এই কারণেই পেইনকে ডিঙিয়ে অ্যাডিলেড টেস্টে পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিং সাজিয়েছেন স্মিথ।


চ্যাপেলের এই কথার জবাব দিয়েছেন স্মিথ। তিনি জানিয়েছেন, তাঁর লক্ষ্য ছিল পেইনকে সাহায্য করা। অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ককে ছোট করার কোনো উদ্দেশ্য ছিল না তাঁর।



promotional_ad

স্মিথের ভাষ্য, ‘আমি শুধু চেষ্টা করেছি টিমকে যতটা সম্ভব সাহায্য করতে। সে দারুণ কাজ করেছে, কিন্তু আমি তাকে পরামর্শ দিচ্ছিলাম এবং এটা এমনই ছিল। আমি শুধু চাই দল ভালো করুক। আমি তাকে ছোট করতে চাইনি।’


পাকিস্তানের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে স্মিথকে ফিল্ডিং সাজাতে দেখা গেছে। সেই চিত্র ধরা পড়েছে টিভি ক্যামেরাতেও। মূলত এই ঘটনার কারণেই চটেছেন চ্যাপেল।


অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার বলেছেন, ‘আমার একটা ঘটনা মোটেও ভালো লাগেনি। দেখলাম, স্মিথ নিজেই কয়েকজন ফিল্ডারের জায়গা বদল করছে। দেখলাম, পেইনের সঙ্গে কথা বলছে স্মিথ। মনে হলো, অফ সাইডে একজন ফিল্ডারকে সরানোর কথা বলছে। স্মিথ যত দূরে ফিল্ডারকে সরাতে চেয়েছিল, তত দূরে সরায়নি পেইন। এরপর স্মিথ নিজেই সেই ফিল্ডারকে সরে যাওয়ার নির্দেশ দেয়। যেটা মোটেও ঠিক কাজ নয়।’



চ্যাপেল মনে করেন স্মিথ ‘হোয়াইট অ্যান্টিং’ করছিলেন পেইনকে। অস্ট্রেলিয়ায় সাধারণত কাউকে পদচ্যুত করার প্রচেষ্টা বোঝাতে ‘হোয়াইট অ্যান্টিং’ শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। চ্যাপেলের ধারণা, পেইনকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার চেষ্টা শুরু করেছেন স্মিথ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball