promotional_ad

সবার আগে যুব বিশ্বকাপের দল ঘোষণা ভারতের

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সবার আগে ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য় দল ঘোষণা করেছে চারবারের চ্যাম্পিয়ন ভারত। এই বিশ্ব আসরে ভারত যুব দলকে নেতৃত্ব দেবেন প্রিয়ম গার্গ। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।


আগামী বছর ১৭ জানুয়ারি পর্দা উঠবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের। ৯ ফ্রেব্রুয়ারি জাঁকজমকপূর্ণ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে যুব বিশ্বকাপের ১৩তম আসরের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রিয়মের সহকারী করা হয়েছে ধ্রুব চাঁদ জুরেলকে।



promotional_ad

তাঁকে উইকেটরক্ষক ব্যাটসম্যানের দায়িত্ব পালন করতেও দেখা যাবে। ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে রাখা হয়েছে কুমার কুশগরাকে। মুম্বাইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ফর্মে ছিলেন যশস্বী জয়সওয়াল।


চলতি বছরের অক্টোবরে লিস্ট 'এ' ক্রিকেটে সর্বকনিষ্ঠ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরির নজির গড়েন তিনি। ১৫৪ বলে ২০৩ রান আসে তাঁর ব্য়াট থেকে। এমন পারফরম্যান্সের সুবাদেই যুব বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন তিনি।


এবারের যুব বিশ্বকাপে মোট ১৬টি দল অংশ নেবে। দলগুলো চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। ভারত রয়েছে 'এ' গ্রুপে। গ্রুপটিতে ভারতের সঙ্গী শ্রীলঙ্কা, জাপান ও নিউজিল্য়ান্ড।



যুব বিশ্বকাপের গত আসরে পৃথ্বী শর নেতৃত্বে শিরোপা জিতেছিল ভারত। নিউজিল্য়ান্ডের মাটিতে সেবার অস্ট্রেলিয়াকে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা ঘরে তোলা ভারত।


ভারত স্কোয়াডঃ প্রিয়ম গার্গ (অধিনায়ক), ধ্রুব চাঁদ জুরেল (সহ অধিনায়ক ও উইকেটরক্ষক), যশস্বী জয়সওয়াল, তিলক বার্মা, দিব্য়ানশ সাক্সেনা, সাক্ষাত রাওয়াত, দিব্য়ানশ যোশী, শুভাং হেগড়ে, রবি বিষ্ণেই, আকাশ সিং, কার্তিক ত্য়াগি, অথর্ব আনকোলেকার, কুমার কুশগরা (উইকেটরক্ষক), সুশান্ত মিশ্র ও বিদ্য়াধর পাতিল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball