ভেবেছিলাম ওয়ার্নার আমার রেকর্ড ভাঙবেঃ লারা

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
অ্যাডিলেড টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৩৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ডেভিড ওয়ার্নার। বাঁহাতি এই অজি ব্যাটসম্যানের ট্রিপল সেঞ্চুরির পরই টেস্টে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড হারানোর জন্য তৈরি হয়ে গিয়েছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তী ব্রায়ান লারা।
অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন আচমকা ইনিংস ঘোষণা করায় রক্ষিত থাকে লারার অপরাজিত ৪০০ রানের বিশ্বরেকর্ড। অজি অধিনায়কের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন লারা নিজেও। সাবেক এই ক্যারিবীয় ব্যাটসম্যান ওয়ার্নারকে বরণের জন্য অ্যাডিলেডে যাওয়ায়র প্রস্তুতি নিচ্ছিলেন।
এ প্রসঙ্গে লারা বলেছেন, ‘আমি আশা করেছিলাম তারা আমাকে খুঁজে বের করবে এবং মাঠে নিয়ে যাবে। আমি আশা করেছিলাম তারা তাকে এই রেকর্ড করার সুযোগ দেবে। তাকে অভিনন্দন জানানো দারুণ ব্যাপার হতো। রেকর্ড হয় ভাঙার জন্য। আর আগ্রাসী খেলোয়াড়রা যদি সেটা ভাঙে, তাহলে আরও চমৎকার লাগে। এটা বিনোদন দেয়। অ্যাডিলেডে থাকায় আমি সুযোগ পেয়েছিলাম, অন্তত মাঠে না গেলেও এই সুযোগে তার সঙ্গে দেখা হতে পারতো।’

ওয়ার্নার যখন টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ডে চোখ রাঙাচ্ছিলেন তখন অ্যাডিলেডেই ছিলেন লারা। ব্যবসায়িক কাজে ব্যস্ত ছিলেন তিনি। সে সময়ই তাঁর কানে আসে ওয়ার্নারের ট্রিপল সেঞ্চুরির খবর। বিশ্বরেকর্ড না হলেও অজি অধিনায়ককে দোষারোপ করছেন না ক্রিকেটের বড়পুত্র। তাঁর মতে ইনিংস ঘোষণা যুক্তিযুক্তই ছিল।
লারার ভাষ্য, ‘এটা ছিল অসাধারণ একটা ইনিংস। আমি বুঝতে পারছি অস্ট্রেলিয়ার কাছে ম্যাচ জয় বড় ব্যাপার এবং আবহাওয়া ছিল গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কিন্তু অস্ট্রেলিয়া যদি রেকর্ডটা করতে দিতো তাহলে ভালো লাগতো। চোখের সামনে এটা দেখতে পারলে খুশি হতাম। অন্তত তারা যদি বলতো ‘ডেভিড, তোমাকে ১২ ওভার দেওয়া হলো, দেখো চা বিরতির আগে এটা করতে পারো কিনা’… তাহলে দারুণ হতো।’ অবশ্য সঠিক সময়ে তারা ইনিংস ঘোষণা করেছে। আজ সবকিছু ছিল ধীরগতির। গতকাল রাতে তারা ৬ উইকেট নিয়েছিল।’
অস্ট্রেলিয়ার কিংবদন্তী স্যার ডন ব্র্যাডম্যানের ৩৩৪ রানের রেকর্ড ভাঙার পর ম্যাথু হেইডেনের ৩৮০ রানের ইনিংসকেও হুমকিতে ফেলে দিয়েছিলেন ওয়ার্নার। লারার বিশ্বাস ছিল হেইডেনের রেকর্ড ভাঙলে তাকেও ছাড়াতে পারবেন ওয়ার্নার। এটা ভেবেই পুলকিত হচ্ছিলেন এই কিংবদন্তী বাঁহাতি ব্যাটসম্যান।
তিনি বলেছেন, ‘স্যার ডন ব্র্যাডম্যানকে পেছনে ফেলার পর আমি ধরে নিয়েছিলাম সে আমার রেকর্ড ভাঙছে। ভালো লাগছিল তখন। তার ইনিংস শেষে মাঠে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম আমি। আমি ধারাভাষ্যকারদের বলতে শুনছিলাম, সে ম্যাথু হেইডেনের ৩৮০ রান ছাড়াতে পারবে কিনা। কিন্তু আমার মনে হচ্ছিল সে যদি একবার ৩৮১ রান করে, তাহলে আমার রেকর্ডও ভাঙতে পারবে।’
লারার বিশ্বাস ওয়ার্নার যে মাপের ব্যাটসম্যান। ৪০০ রানের বিশ্বরেকর্ড ভাঙার জন্য সামনে আরও সময় পাবেন তিনি।