বিপিএলের শুরু থেকেই খেলবেন মাহমুদউল্লাহ
ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বিপিএলের শুরু থেকেই খেলতে পারবেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিষয়টি রবিবার (১ ডিসেম্বর) নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের এক কর্মকর্তা।
সদ্য সমাপ্ত ভারত সফরে কলকাতা টেস্টে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন মাহমুদউল্লাহ। বিসিবির একটি সূত্র জানিয়েছে, বঙ্গবন্ধু বিপিএলের আগেই অভিজ্ঞ এই অলরাউন্ডার সেরে উঠবেন বলে আশাবাদী তারা।

কলকাতা টেস্টে চোটে পড়ার পর আর ব্যাটিং করতে পারেননি মাহমুদউল্লাহ। তাঁর ইনজুরিটি গ্রেড ওয়ান টিয়ারের। এই ধরনের ইনজুরি কাটিয়ে উঠতে অন্তত ১৪ দিন সময় লাগে।
বাংলাদেশের অভিজ্ঞ এই ডানহাতি ব্যাটসম্যান দ্রুতই ইনজুরি কাটিয়ে উঠছেন। সোমবার (২ ডিসেম্বর) থেকে রানিং শুরু করার কথা রয়েছে তাঁর। রানিং সেশন শেষে ব্যাটিং অনুশীলন করবেন তিনি। এই বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মেডিকেল বিভাগের এক কর্মকর্তা।
তিনি বলেছেন, ‘মাহমুদউল্লাহ গ্রেড ওয়ান টিয়ার ইনজুরিতে আছেন। সাধারণত ১৪ দিন লাগে এই ধরনের ইনজুরি কাটিয়ে উঠতে। এই মুহূর্তে গুরুতর মনে হচ্ছে না। তিনি জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর তত্ত্বাবধানে আছেন। পরবর্তী দুই দিনের মধ্যে মাহমুদউল্লাহ রানিং শুরু করবেন।’
রবিবার (১ ডিসেম্বর) মাহমুদউল্লাহর পায়ের আলট্রাস্নোগ্রাম করা হয়েছে। রিপোর্টে ইনজুরির কোনো চিহ্ন পাওয়া যায়নি। বিসিবির মেডিকেল বিভাগের কর্মকর্তা জানিয়েছেন প্রতিযোগীতামূলক ক্রিকেটে ফেরার আগে মাহমুদউল্লাহর ফিটনেস টেস্ট দিতে হবে।
‘আজ (১ ডিসেম্বর) তাঁর আলট্রাস্নোগ্রাম করা হয়েছে এবং রিপোর্টে কোনো ইনজুরির চিহ্ন দেখা যায়নি। প্রতিযোগীতামূলক ক্রিকেটে ফেরার আগে তাকে ফিটনেস টেস্ট দিতে হবে। যেভাবে তিনি উন্নতি করছেন আমার মনে হচ্ছে না কোনো সমস্যা হবে।’ যোগ করেন মেডিকেল বিভাগের কর্মকর্তা।