এসএ গেমসে অংশ নিতে দেশ ছেড়েছেন শান্ত-সৌম্যরা
ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সাউথ এশিয়ান (এসএ) গেমসে অংশ নিতে রবিবার (১ ডিসেম্বর) সকালে দেশ ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্তর অধীনে এসএ গেমসে ক্রিকেট ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ।
এসএ গেমসের দলে আছেন জাতীয় দলে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার। বাঁহাতি ওপেনার সৌম্যর সঙ্গে নেপাল গেছেন আফিফ হোসেন, সাইফ হাসান, নাঈম শেখরা।
অনূর্ধ্ব-২৩ দলের অংশ নেয়ার কথা থাকলেও বয়সসীমার বাইরে থাকা তিনজন ক্রিকেটার অংশ নিতে পারবে এসএ গেমসের ক্রিকেট ইভেন্টে। এবারের আসরে ভারত এবং পাকিস্তান অংশ না নেয়ায় ফেবারিট হিসেবেই এসএ গেমসে খেলবে বাংলাদেশ।

এর আগে এসএ গেমসের ইতিহাসে একবারই অন্তর্ভুক্ত হয়েছে ক্রিকেট, ২০১০ সালে। সেবার ঘরের মাঠে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। এবারও শান্তর নেতৃত্বে স্বর্ণ পদকের লক্ষ্যেই খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল।
এসএ গেমসের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাইফ হাসান, নাঈম শেখ, ইয়াসির আলী, আফিফ হোসেন, জাকির হাসান, মিনহাজুল আবেদীন আফ্রিদি, সৌম্য সরকার, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মেহেদী রানা, সুমন খান, মাইদুল ইসলাম ভূঁইয়া, মানিক খান ও মেহেদী হাসান।
এসএ গেমসে বাংলাদেশের ম্যাচের সূচিঃ
৪ ডিসেম্বর: বাংলাদেশ বনাম মালদ্বীপ
৬ ডিসেম্বর: বাংলাদেশ বনাম ভুটান
৭ ডিসেম্বর: বাংলাদেশ বনাম নেপাল
৮ ডিসেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
* সব ম্যাচ কাঠমান্ডুতে