promotional_ad

বিপিএলে টি-টোয়েন্টি স্পেশালিস্টের খোঁজে বিসিবি

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বঙ্গবন্ধু বিপিএলের পর্দা উঠছে আগামী ১১ ডিসেম্বর। এই আসরে বেশ কয়েকজন তরুণ এবং অভিজ্ঞ ক্রিকেটারকে পর্যবেক্ষণে রাখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বর্তমানে বিসিবির নির্বাচক হাবিবুল বাশার।


আগামী বছর অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এই বিশ্ব আসরকে সামনে রেখে বঙ্গবন্ধু বিপিএল থেকে বিশেষজ্ঞ টি-টোয়েন্টি খেলোয়াড় খুঁজে বের করতে চায় বিসিবি। সেই লক্ষ্যেই তারা খেলোয়াড়দের পর্যবেক্ষণ করবে।



promotional_ad

এ প্রসঙ্গে বাশার বলেছেন, ‘এই বিপিএলের দিকে আমরা তাকিয়ে আছি, কারণ আগামী বছর আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। আমরা দেখব, টি-টোয়েন্টির জন্য কোনো বিশেষজ্ঞ খেলোয়াড় তৈরি করা যায় কিনা, কোনো বিশেষজ্ঞ খেলোয়াড় পাওয়া যায় কিনা। কিছু তরুণকে আমরা পর্যবেক্ষণ করব। কিছু সিনিয়র খেলোয়াড়কেও দেখতে পারি।’


টি-টোয়েন্টিতে ১৪০-১৫০ স্ট্রাইক রেটে খেলা ব্যাটসম্যান নেই বাংলাদেশের। এ ছাড়া পাঁচ, ছয় কিংবা সাত নম্বরের জন্য বিশেষজ্ঞ ব্যাটসম্যানও নেই, যারা শেষের দিকে নেমে দ্রুত গতিতে রান তুলতে পারেন। এবার জাতীয় দলের সেই শূন্যতা পূরণ করার লক্ষ্যেই বিপিএল থেকে খেলোয়াড় বের করে আনতে চায় বিসিবি।


বাশার বলেন, ‘টি-টোয়েন্টি দলে এত বিশেষজ্ঞ নেই, যাদের স্ট্রাইক রেট ১৪০-১৫০। ব্যক্তিগত ভাবে আমি চেষ্টা করছি কোনো টি-টোয়েন্টি স্পেশালিস্ট প্লেয়ার খুঁজে পাওয়া যায় কিনা। যেটা আমাদের দলের জন্য খুব দরকার। ৫-৬-৭ এই জায়গায় কিছু ব্যাটসম্যান দরকার। যারা বড় স্ট্রাইকরেটে রান করতে পারে। প্রতিটি বিপিএল তো আমাদের কিছু না কিছু প্লেয়ার দেয়, আশা করছি বিপিএলে কাউকে খুঁজে পাব পরবর্তী বিশ্বকাপের জন্য।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball