ঢাকার চেয়ে কুমিল্লার কোচিং চাপেরঃ সালাহউদ্দিন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) লম্বা সময় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ সালাহউদ্দিন। এবার বঙ্গবন্ধু বিপিএলে তিনি ঢাকা প্লাটুনের প্রধান কোচ হিসেবে থাকবেন।
শনিবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের এই অভিজ্ঞ কোচ জানিয়েছেন, কুমিল্লার হয়ে কোচিং করানো অনেক চাপের। তাই ঢাকা প্লাটুনের দায়িত্ব তাঁর কাছে খুব বেশি চাপের মনে হচ্ছে না।

সালাহউদ্দিন বলেছেন, 'কুমিল্লায় কোচিং করানো এর চেয়ে বেশি চাপের। কুমিল্লার সমর্থক আরও অনেক বেশি ক্রিকেট পাগল। দলের প্রতি তাদের দরদ অনেক বেশি।'
ঢাকা প্লাটুনের হয়ে কোচিং করানোর সময় কোনো চাপ থাকলে সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন বলেই বিশ্বাস সালাহউদ্দিনের। লম্বা সময় কোচিং করানোর ফলে সেই অভ্যাসটা আছে বলেই ধারণা এই অভিজ্ঞ কোচের।
এ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেছেন, 'আমার মনে হয় যে ওটা আমাদের অভ্যাস আছে। এখানেও যদি চাপ থাকে সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারব।'
সালাহউদ্দিনের অধীনেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স দুইবার বিপিএলের শিরোপা জিতেছে। ২০১৫ সালে সর্বপ্রথম কুমিল্লাকে শিরোপা এনে দেন সালাহউদ্দিন। এরপর তাঁর অধীনেই ২০১৯ বিপিএলের শিরোপা জেতে দলটি।