মিঠুনের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ!

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জুয়া এবং স্পট ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়েছে ভারতীয় সাবেক পেসার অভিমন্যু মিঠুনের বিরুদ্ধে। আনিত অভিযোগের ভিত্তিতে মিঠুনকে জিজ্ঞাবাদের জন্য ডেকেছে ভারতের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি)।
কার্নাটাকা প্রিমিয়ার লিগে (কেপিএল) স্পট ফিক্সিং করেছেন মিঠুন, তাঁর বিরুদ্ধে এমন কলঙ্ক আনা হয়েছে। এই প্রথম কোনো আন্তর্জাতিক ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছে সিসিবি।

কেপিএলে শিভামজ্ঞা লায়ন্সের অধিনায়কত্ব করেন মিঠুন। অপরাধ বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার সন্দিপ প্যাটেল ভারতীয় সাবেক এই ক্রিকেটারের জবাবদিহির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, 'সিসিবির কাছে জবাবদিহিতার জন্য মিঠুনকে হাজির থাকতে নির্দেশনা দিয়েছি।'
প্যাটেল জানিয়েছেন, ভারতের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলার কারণে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকেও (বিসিসিআই) এ বিষয়ে অবগত করেছে সিসিবি। ভারতের হয়ে ৪টি টেস্ট এবং ৫টি ওয়ানডে খেলেছিলেন মিঠুন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ দলে ছিলেন তিনি।
ইতোমধ্যে ডানহাতি এই পেসারকে জিজ্ঞাসাবাদের জন্য প্রশ্ন তৈরি করেছে সিসিবি, জানিয়েছেন সংস্থাটির এক কর্মকর্তা। তাঁর ভাষায়, 'আমরা মিঠুনের জন্য কিছু প্রশ্ন তৈরি করেছি। গত কেপিএলে তার খেলা নিয়ে।'
জুলাই থেকে এখন পর্যন্ত কেপিএল থেকে ৮ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে সিসিবি। বেলাগাভি প্যানথার্সের মালিক আলী আশফাক থারাকেও জুয়া খেলার অভিযোগে গ্রেফতার করে তারা।