promotional_ad

পাকিস্তান-অস্ট্রেলিয়ার গোলাপি বলের ল???াই শুরু শুক্রবার

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইনিংস এবং ৫ রানের ব্যবধানে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। শুক্রবার সিরিজের দ্বিতীয় টেস্টে সফরকারীদের বিপক্ষে মাঠে নামবে টিম পেইনের দল।


এই ম্যাচের আগে অবশ্য ফুরফুরে মেজাজে থাকতে পারছে না অজিরা। কারণ ম্যাচটি দিবা-রাত্রির। খেলা হবে গোলাপি বলে। অ্যাডিলেড ওভালে দুই দলের লড়াই শুরু হবে শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।


দিবা-রাত্রির টেস্ট ম্যাচটিকে ভিন্ন চোখেই দেখছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক পেইন। তাঁর মতে পিচ এবং আউট ফিল্ডে ঘাস থাকায় দ্বিতীয় ম্যাচটি পুরোপুরি ভিন্ন হবে বলে ধারণা তাঁর। ম্যাচটি দিবা-রাত্রির হওয়ায় তাঁর দল ভিন্ন কৌশল অবলম্বন করবে বলেও জানিয়েছেন তিনি।



promotional_ad

পেইন বলেছেন, ‘অবশ্যই দিবা-রাত্রির এ ম্যাচে কৌশল কিছুটা ভিন্ন হবে। আমরা অপেক্ষা করব উইকেট দেখব এখানে বল কেমন আচরণ করে। সব কিছু বিবেচনা করেই আমরা পুরো ম্যাচের কৌশল ঠিক করব। সকলেই এ ম্যাচটির অপেক্ষায় আছে। তবে আমরা জানি এটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি ম্যাচ।’


দিবা-রাত্রির টেস্টে নিঃসন্দেহে অস্ট্রেলিয়াই ফেবারিট। এখন পর্যন্ত ৫টি দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলে সবকটিতেই জিতেছে অজিরা। এর মধ্যে তিনটি ম্যাচেই জয় এসেছে এই অ্যাডিলেড ওভালে। এই মাঠে খেলা হওয়ায় বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছেন অজি পেসার প্যাট কামিন্সও।


তিনি বলেছেন,  ‘গোলাপী বল রাতের কিছুটা ভিন্ন আচরণ করবে, এটা একজন ফাস্ট বোলারের স্বপ্ন। অ্যাডিলেডে সত্যিই আমাদের রেকর্ড খুব ভাল। এখানকার কন্ডিশন সম্পর্কে আমরা খুব ভাল জানি। আমার মনে হয় ব্রিসবেনের তুলনায় এখানের ম্যাচটি হবে কিছুটা ভিন্ন ধর্মী।’


অস্ট্রেলিয়ার মাটিতে এখন পর্যন্ত টানা ১৩ টেস্টে পরাজিত হয়েছে পাকিস্তান। এমন পরিসংখ্যানের পরও সিরিজ হাতছাড়া হলে এটাই সবচেয়ে বেশি হতাশ করবে তাদের। ব্রিসবেন টেস্টে বড় ব্যবধানে হারলেও দ্বিতীয় ইনিংসে দারুণ লড়াই করেছে পাকিস্তান। এটাই তাদের অনুপ্রেরণা দিচ্ছে।



সেই ইনিংসে দারুণ এক সেঞ্চুরি করেছেন বাবর আজম। এ ছাড়া ৯৫ রানের ইনিংস খেলেন মুহাম্মদ রিজওয়ান। প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর পাকিস্তানের বোলাররাও অজি ব্যাটসম্যানম্যানদের পরীক্ষা নিতে ব্যর্থ হয়েছেন। অজিরা উদ্বোধনী জুটিতে ২২২ এবং দ্বিতীয় উইকেট জুটিতে ১২৯ রান তুলতে সক্ষম হয়েছিল।


মূলত এই দুটি জুটিই ম্যাচ থেকে ছিটকে দেয় পাকিস্তানকে। এই ম্যাচে অভিজ্ঞ পেসার মোহাম্মদ আব্বাসকে একাদশে না নিয়ে ১৬ বছর বয়সী নাসিম শাহকে অভিষেক করায় পাকিস্তান।


ম্যাচটিতে ২০ ওভার বল করে ৬৮ রান দিয়ে ১টি মাত্র উইকেট পান এই পেসার। তাঁর পরিবর্তে পাকিস্তানের বিপক্ষে ফিরতে পারেন আব্বাস। ফিরতে পারেন আরেক পেসার ইমরান খানও।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball