গেইলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বিসিবি!

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য ওয়েস্ট ইন্ডিজ বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইলকে দলে ভেড়ায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কিন্তু ক্যারিবিয়ান এই ক্রিকেটারের হঠাৎ বিশ্রামে যাওয়ার ঘোষণায় বিপাকে পড়েছে চট্টগ্রাম। বিপিএলে অংশ না নিলে গেইলের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), জানিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পরিচালক জালাল ইউনুস।
গত ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে গেইলকে দলে নেয় চট্টগ্রাম। কিন্তু সম্প্রতি গেইল জানান, বিপিএল ড্রাফটে তাঁর নাম কীভাবে এসেছে এ সম্পর্কে অবগত নন তিনি। যদিও বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, সব ধরনের প্রক্রিয়া মেনেই গেইলের নাম ড্রাফটে যোগ করা হয়েছে।

গেইলের এই নাটকে নতুন মোড় যোগ করেছেন জালাল ইউনুস। তিনি জানান, ক্যারিবিয়ান এই ক্রিকেটার ড্রাফটের ব্যাপারে সব কিছুই জানতেন। গেইল বিপিএল খেলতে না আসলে ড্রাফট থেকে অন্য ক্রিকেটার দলে ভেড়াবে চট্টগ্রাম।
চট্টগ্রামের পরিচালক জালাল ইউনুস বলেন, 'গেইলকে দলে নেয়ার পর তার এজেন্টের সাথে আলোচনা করা হয়েছে। তার এজেন্ট জানায়, গেইল ড্রাফটের ব্যাপারে অবগত ছিল। যদি সে না আসে তবে ড্রাফট থেকে আমরা অন্য খেলোয়াড়কে দলে নেব। তবে আমি মনে করি, শৃঙ্খলা রক্ষার জন্য বিসিবির এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়া উচিত।'
আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএলের বিশেষ এই আসর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিসিবির তত্ত্বাবধানে আয়োজিত হচ্ছে বঙ্গবন্ধু বিপিএল। আগামী ১৭ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মধ্য দিয়ে শেষে হবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের জমজমাট এই টুর্নামেন্ট।