বঙ্গবন্ধু বিপিএল মাতাবেন সালমান-ক্যাটরিনা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বঙ্গবন্ধু বিপিএলের পর্দা উঠছে আগামী ৮ ডিসেম্বর। অনুষ্ঠানটিকে দর্শকদের জন্য উপভোগ্য করে তুলতে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশ-বিদেশের নামিদামি বেশ কয়েকজন তারকাকে নিয়ে আসতে চলছেন তারা।
বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন বলিউড সুপাস্টার সালমান খান। এ ছাড়া এই অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যাবে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে। দেশি তারকাদের মধ্যে গান পরিবেশন করবেন জেমস এবং মমতাজ।

এ বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিংবডির চেয়ারম্যান শেখ সোহেল। বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপিএলকে সামনে রেখে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারি সংস্কার চলছে। এখানেই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যাচ।
এ ছাড়াও টুর্নামেন্টটির বেশিরভাগ ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অব ক্রিকেটে। আগামী ১১ ডিসেম্বর উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট থান্ডার্স। ১৭ জানুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে জমকালো এই আসর।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে এবারের বিপিএলের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল। জনপ্রিয় এই ঘরোয়া আসরটি এবার ফ্র্যাঞ্চাইজি ছাড়াই বিসিবির সার্বিক তত্ত্বাবধানে আয়োজন করা হচ্ছে।