আইপিএলে দেশি কোচের গুরুত্ব ব্যাখ্যায় দ্রাবিড়

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলোকে দেশি কোচের গুরুত্ব সম্পর্কে অবগত করেছেন ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। তাঁর মতে, দেশি কোচ নিয়োগ না দিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো কৌশলগতভাবে পিছিয়ে আছে।
প্রধান তিনটি দায়িত্বে না রাখলেও দেশীয় কোচদের সহকারী হিসেবে নিয়োগ দেয়াকেও লাভজনক হিসেবে দেখছেন দেশটির সাবেক এই তারকা ক্রিকেটার। আইপিএলের দলগুলোতে বেশিরভাগ ক্রিকেটারই ভারতের। যে কারণে ভারতীয় কোচরা বেশি ভূমিকা পালন করতে পারবেন বলে বিশ্বাস দ্রাবিড়ের।

আইপিএলে কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে দ্রাবিড়ের। রাজস্থান রয়্যালস ও দিল্লি ডেয়ারডেভিলসের কোচিং স্টাফে যুক্ত ছিলেন তিনি। সেই অভিজ্ঞতা থেকে তিনি বলেন, 'আইপিএলে সহকারী কোচ হিসেবেও অনেককে সুযোগ দেয়া হয় না, যা আমাকে হতাশ করে। ভারতীয় কোচ ব্যবহার করলে দলগুলোর সুবিধা হবে, এটা আমার বিশ্বাস। কারণ তারা ভারতীয় ক্রিকেটারদের চিনে এবং ভালো বুঝে।'
'আমার মনে হয় আরও বেশি ভারতীয় কোচ নিয়োগ না দিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো কিছু কৌশল মিস করছে। ভারতীয় কোচরা এখানকার প্রক্রিয়া সম্পর্কে অবগত। তারা বেশিরভাগ ক্রিকেটারদের চেনে। আইপিএলের প্রতি দলে কমপক্ষে ১৭-১৮জন দেশি খেলোয়াড় রয়েছে। এটা আমার ব্যক্তিগত ধারণা তবে আমি আরও ভারতীয় কোচের সুযোগ পাওয়া দেখতে পছন্দ করব।' যোগ করেছেন ন্যাশনাল ক্রিকেট একাডেমীর পরিচালক।
ভারতীয় কোচদের উপর ভরসা আছে দ্রাবিড়ের। তাঁর বিশ্বাস, সুযোগ পেলে নিজেদের মেলে ধরতে পারবেন দেশীয় কোচরা।
'আমার বিশ্বাস আমাদের অনেক ভালো কোচ রয়েছে। তাদের সামর্থ্য নিয়ে আমি আত্মবিশ্বাসী। ক্রিকেটে যেমন আমাদের অনেক প্রতিভা রয়েছে, কোচিং বিভাগেও সেরকমই রয়েছে। তাদের ওপর আমাদের বিশ্বাস রাখতে হবে এবং নিজেদের মেলে ধরতে সময় দিতে হবে। আমি নিশ্চিত তারা পারবে।' বলেছেন দ্রাবিড়।