এবাদতের স্যালুট সঙ্গী কটরেল

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রথমবারের মতো বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলবেন ওয়েস্ট ইন্ডিজের পেসার শেলডন কটরেল। সিলেট থান্ডার ড্রাফটের বাইরে থেকে ক্যারিবিয়ান বাঁহাতি এই পেসারকে দলে ভিড়িয়েছে।
গত ১৭ নভেম্বর বিপিএলের ড্রাফট অনুষ্ঠিত হয়। ড্রাফট থেকে পাঁচ বিদেশি ক্রিকেটার দলে ভেড়ায় সিলেট। বিপিএলের নিয়মে দুইজন বিদেশি ক্রিকেটারকে ড্রাফটের বাইরে থেকে দলে ভেড়াতে পারবে দলগুলো।

সে নিয়ম মেনেই কটরেলের সঙ্গে চুক্তি করে সিলেট। এদিকে ভারতে সন্তোষজনক বোলিং পারফরম্যান্স করায় ড্রাফটের বাইরে থেকে দেশি পেসার এবাদত হোসেনকে দলে নেয় সিলেট।
কটরেল এবং এবাদত দুইজনই নিজ নিজ দেশের সামরিক বাহিনীর সদস্য ছিলেন। দুই পেসারই উইকেট পাওয়ার পর স্যালুটের মাধ্যমে সাফল্য উদযাপন করেন। এবার বিপিএলে একই দলে দেখা স্যালুট দেয়া কটরেল এবং এবাদতকে।
সিলেট থান্ডারঃ মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, রনি তালুকদার, নাঈম হাসান, দেলোয়ার হোসেন, মনির হোসেন খান, রুবেল মিয়া, এবাদত হোসেন।
বিদেশিঃ শারফেন রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), শফিকুল্লাহ শফিক (আফগানিস্তান), নাভিন উল হক (আফগানিস্তান), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), জীবন মেন্ডিস (শ্রী???ঙ্কা), শেলডন কটরেল (ওয়েস্ট ইন্ডিজ)।